TRENDING:

NF Railway: ট্র‍্যাক নবীকরণে জোর উত্তর পূর্ব সীমান্ত রেলে, নজরে রেলপথের গতিবৃদ্ধি

Last Updated:

NF Railway: আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজেও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমশই এগিয়ে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রেলওয়ে ট্র্যাকের সুরক্ষা বৃদ্ধি করতে এবং রেল যাত্রীদের আরও বেশি সুরক্ষিত ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের ভূমিকা পালন করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজেও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমশই এগিয়ে চলেছে। সম্প্রতি, ২০২৩-২৪ অর্থবর্ষে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ট্র্যাক সুরক্ষা সম্পর্কিত তিনটি মাইলস্টোনের লক্ষ্য অর্জন করেছে, যা রেলওয়ে বোর্ডের প্রত্যাশা ছিল।
ট্র‍্যাক নবীকরণে জোর উত্তর পূর্ব সীমান্ত রেলে। 
ট্র‍্যাক নবীকরণে জোর উত্তর পূর্ব সীমান্ত রেলে। 
advertisement

আরও পড়ুন: যুগ বদলায়, সময় যায়, কিন্তু বনফুলের সেই ‘বুড়িটা’ আজও হতে থালে দু’টি টাকা আর কচুড়ির সন্ধানে শিয়ালদহে

প্রকৃতপক্ষে, আর্থিক সময় সম্পূর্ণ হওয়ার পূর্বেই এই লক্ষ্যগুলি অর্জন করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা অর্জন করা মাইলস্টোনগুলি হল বর্তমান অর্থবর্ষের প্রত্যাশিত ১০০টি লক্ষ্যের বিপরীতে ১২৩টি থিক ওয়েব সুইচ (টিডব্লিউএস) স্থাপন এবং ২১৮ টিকেএম (ট্র্যাক কিলোমিটার) সম্পূর্ণ ট্র্যাক নবীকরণ করা সম্পর্কিত। এছাড়াও, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বর্তমান সময়ের মধ্যে ৫ লক্ষ কিউবিক মিটার লক্ষ্যের বিপরীতে ৬.০৯ লক্ষ কিউবিক মিটার ব্যালাষ্ট সন্নিবিষ্ট সম্পূর্ণ করেছে। ভৌগোলিক দিক থেকে উত্তর পূর্ব ভারত বেশ সমস্যা সঙ্কুল। বিভিন্ন সময় কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। নানা সময় ধ্বস নামার ঘটনাও ঘটেছে। ফলে রেল চলাচলে সুরক্ষা বজায় রাখতে ট্র‍্যাক রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দেওয়া হচ্ছে।। রেলওয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণ হল সুরক্ষা বৃদ্ধি এবং ট্রেন পরিচালনার গতিবেগ বৃদ্ধি করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা গৃহীত একটি ধারাবাহিক প্রক্রিয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাজী পরিবারের কুলো মা ডাকিনী মনসার পুজো ঘিরে গ্রামে উৎসবের আমেজ
আরও দেখুন

ইউএসএফডি (আল্ট্রাসোনিক ফ্ল ডিটেকশন)-এর মতো মেশিনগুলি ফাটলের মতো ত্রুটিগুলি শনাক্ত করতে ব্যবহার করা হয় এবং এর ফলে সুরক্ষার জন্য ত্রুটিপূর্ণ রেল ট্র্যাক সময়মতো সরানো হয়। রেল যাত্রীদের উন্নতমানের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি নিরাপদ ও সুরক্ষিত ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করতে রেলওয়ে ট্র্যাকের সঠিক অবস্থা বজায় রাখার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের জোনের মধ্যে নিয়মিতভাবে একাধিক ট্র্যাক নবীকরণের কাজ এবং অন্যান্য ট্র্যাক সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করে চলেছে। ট্র্যাক সুরক্ষার ক্ষেত্রে সময়ের পূর্বেই লক্ষ্য অর্জন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
NF Railway: ট্র‍্যাক নবীকরণে জোর উত্তর পূর্ব সীমান্ত রেলে, নজরে রেলপথের গতিবৃদ্ধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল