TRENDING:

Special Child: ‘Sorry, আমরা তোমাকে...’ স্বামীকে চিঠি লিখে স্পেশাল চাইল্ড ছেলেকে নিয়ে বহুতলের বারান্দা থেকে মরণঝাঁপ মায়ের

Last Updated:

Special Child:গত এক দশকেরও বেশি সময় ধরে দক্ষের চিকিৎসা চলছিল৷ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ছিলেন সাক্ষী৷ তার জেরেই এই চরম মর্মান্তিক সিদ্ধান্ত বলে ধারণা পুলিশের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা : বিচলিত ছিলেন একমাত্র ছেলের মানসিক প্রতিবন্ধকতা নিয়ে। শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিলেন নয়ডার বাসিন্দা সাক্ষী চাওলা। ৩৭ বছর বয়সি এই মহিলা তাঁর ১১ বছরের বিশেষ ক্ষমতাসম্পন্ন ছেলেকে সঙ্গে নিয়ে মরণঝাঁপ দিলেন তাঁদের গ্রেটার নয়ডার বহুতলের ১২ তলায় ফ্ল্যাটের বারান্দা থেকে।
বিচলিত ছিলেন একমাত্র ছেলের মানসিক প্রতিবন্ধকতা নিয়ে
বিচলিত ছিলেন একমাত্র ছেলের মানসিক প্রতিবন্ধকতা নিয়ে
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেটার নয়ডার ‘এস সিটি’তে এক বহুতলে থাকতেন সাক্ষী। তাঁর স্বামী দর্পণ পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁদের একমাত্র সন্তান দক্ষ আজন্ম স্পেশাল চাইল্ড। গত এক দশকেরও বেশি সময় ধরে দক্ষের চিকিৎসা চলছিল৷ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ছিলেন সাক্ষী৷ তার জেরেই এই চরম মর্মান্তিক সিদ্ধান্ত বলে ধারণা পুলিশের৷

advertisement

সাক্ষীর স্বামী দর্পণ ঘটনার সময় বাড়িতেই ছিলেন৷ তিনি পুলিশকে জানিয়েছেন আচমকা একটা চিৎকার শুনে তিনি ব্যালকনিতে যান৷ দেখতে পান বহুতলের নীচে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর স্ত্রী ও সন্তান৷ ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিথর দেহ দু’টি পাঠায় অটোপ্সির জন্য৷

পরে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে সেখানে সাক্ষী লিখে গিয়েছেন, ‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি…স্যরি৷ আমরা তোমাকে আর অসুবিধায় ফেলতে চাই না৷ আমাদের জন্য তোমার জীবন নষ্ট হবে না৷ আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়৷’

advertisement

আরও পড়ুন : নামী দামি হেল্থ ড্রিঙ্কস ভুলে যান! এই ৫ ঘরোয়া খাবারের পঞ্চবাণেই হুড়মুড়িয়ে বাড়বে বাচ্চাদের উচ্চতা! লম্বা হবে দ্রুত!

এই ঘটনার অভিঘাতে শোকস্তব্ধ প্রতিবেশীরা৷ তাঁদেরও ধারণা, মানসিক উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষী৷ তবে তার পরও পুলিশ এই ঘটনার বিশদ তদন্ত করছে৷ গ্রহণ করা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

Disclaimer: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

বাংলা খবর/ খবর/দেশ/
Special Child: ‘Sorry, আমরা তোমাকে...’ স্বামীকে চিঠি লিখে স্পেশাল চাইল্ড ছেলেকে নিয়ে বহুতলের বারান্দা থেকে মরণঝাঁপ মায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল