বুধবার এক চিলতে উন্নতি হলেও বৃহস্পতিবার ফের 'গুরুতর' অবস্থায় পৌঁছে যায় দিল্লির পরিবেশ দূষণের মাত্রা। দিল্লি এবং তার আশেপাশের এলাকায় আকাশে জমে রয়েছে ধোঁয়াশার পুরু স্তর। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা বায়ুর গুণমান সূচক এখন ৪২৬-এ।
গাড়ির ধোঁয়া এবং পার্শ্ববর্তী রাজ্যে ফসল পোড়ানোর কারণে দিল্লির বাতাসে দূষণের পরিমাণ এতটা বেড়ে গিয়েছে। প্রতিকূল আবহাওয়াও রাজধানীতে দূষণের অন্যতম কারণ। মনে করা হয়েছিল, দিওয়ালির পরে প্রতিবছরের মতো এ বারেও ধোঁয়াশায় ঢাকবে দিল্লি৷ কিন্তু পরিস্থিতি ততটা খারাপ হয়নি৷ তবে বৃহস্পতিবার হঠাৎই পরিস্থিতি পাল্টে যায়৷
আরও পড়ুন: 'ভারত জোড়ো যাত্রা'য় নিজের পিঠে চাবুক মেরে জনসংযোগ রাহুলের, দেখুন ভিডিও
আরও পড়ুন: বিষধর সাপের ছোবল খেয়ে তাকেই পাল্টা দংশন! ৮ বছরের বালকের কামড়ে মৃত্যু কেউটের
এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪০১ এবং ৫০০-র মধ্যে থাকলে তাকে গুরুতর হিসাবে চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিষাক্ত বাতাসের সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে (বিশেষ করে সকালের সময়) গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
এর আগে, বায়ুর মানের অবনতির কারণে একটি বেসরকারি স্কুল আগামিকাল, শুক্রবার দিল্লি এবং হরিয়ানায় তার সব শাখায় অফলাইন ক্লাস স্থগিত করেছে। অনলাইনে ক্লাস হবে। তার পরে নয়ডা ও গ্রেটার নয়ডার সব স্কুলেই এই নিয়ম চালুর কথা বলা হল৷