News18IPSOSExitPoll রেজাল্ট বলছে, ভরাডুবিই হতে চলেছে ফেডারেল ফ্রন্টের৷ ষষ্ঠ দফা পর্যন্ত ভোটের পর বুথ ফেরত সমীক্ষা বলছে, ষষ্ঠ দফা পর্যন্ত হওয়া লোকসভার ৪৮৩টি আসনের মধ্যে এনডিএ জোট পাচ্ছে ২৯২ থেকে ৩১২টি আসন৷ এবং একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি পাচ্ছে ২৪২টি থেকে ২৫২টি আসন৷ ইউপিএ জোট পাচ্ছে ৬২ থেকে ৭২টি৷
বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ষষ্ঠ দফার ভোট পর্যন্ত অন্যান্য দলগুলি সাকুল্যে ১০২ থেকে ১১২টি আসন পাচ্ছে৷ অর্থাত্ যে দলগুলি ফেডারেল ফ্রন্ট গঠনের চেষ্টা করছে, সেই আঞ্চলিক দলগুলির মোট প্রাপ্ত আসন ১০২ থেকে ১১২টি৷ তার মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে ২৫ থেকে ৩৩টি আসন৷ সমাজবাদী পার্টি পাচ্ছে ৫ থেকে ৮টি আসন৷ বহুজন সমাজ পার্টি পেতে চলেছে ৫ থেকে ৮টি আসন৷ কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি পাচ্ছে ১১ থেকে ১৩টি আসন৷ নবীন পট্টনায়েকের বিজেডি পাচ্ছে ১২ থেকে ১৪টি আসন৷ ওয়াইএসআর কংগ্রেস পাচ্ছে ১২ থেকে ১৪টি আসন৷ বামেরা পাচ্ছে ১১টি থেকে ১৩টি আসন৷ গোটা দেশে একটিও আসন পাচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের আপ৷
advertisement
টিডিপি পাচ্ছে ১১ থেকে ১৩টি আসন৷ অন্যান্যরা পাচ্ছে ৬ থেকে ৮টি আসন৷ অর্থাত্ আঞ্চলিক দলগুলির সবার আসন যোগ করলে ১০২ থেকে ১১২টির মধ্যে রয়ে যাচ্ছে৷ যদিও কয়েকটি জনমত সমীক্ষায় আঞ্চলিক দলগুলির একসঙ্গে ১৬০-এর বেশি আসনের সম্ভাবনা দেখানো হয়েছে৷