নীতীশ কুমার জানান, আরজেডি ও জেডিইউ সরকার রাজ্যে ২০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আরও ১০ লক্ষ চাকরির সুযোগ তৈরির দিকেও সরকার কাজ করছে বলে জানান তিনি। তবে আর পাঁচটা নির্বাচনী ফাঁপা প্রতিশ্রুতি যে এটা নয়, তাও বুঝিয়ে দিয়েছেন নীতীশ। দেশের তরুণ প্রজন্মকে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই তাঁর সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নীতীশ কুমার।
advertisement
আরও পড়ুন- শাড়ি পরেই ফুটবলে কিক! 'খেলা হবে' দিবসে ফের ভাইরাল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
উল্লেখ্য, ক্ষমতায় এলে বিহারে বেকারত্ব কমাতে ১০ লক্ষ চাকরির কথা ঘোষণা করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। নীতীশের সঙ্গে জোট গড়ে তেজস্বী আসলে নিজের প্রতিশ্রুতিই পালন করার চেষ্টা করছেন বলে মত রাজনৈতিক মহলের।
নীতীশের এই ঘোষণার পরেই ট্যুইট করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ট্যুইটে বিজেপিকে আক্রমণ করে তেজস্বী জানিয়েছেন, বিজেপি নিজের প্রতিশ্রুতি পালন করেনা। তাঁর দেওয়া ১০ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতির জবাব নীতীশ কুমার দিয়েছেন বলে গেরুয়া শিবিরকে লক্ষ্য করে বার্তা ছুড়ে দেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে ২ কোটি চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কী হল জানতে চেয়েও কটাক্ষ করেন বিহারের উপমুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- গর্বের কলকাতা বিশ্ববিদ্যালয়! পিএইচডি ডিগ্রি করানোয় সারা ভারতে ২য় স্থানে CU
২০২০ সালের বিহার নির্বাচনী প্রচারে ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ২ বছর নীতীশের সঙ্গে জোট করে বিহারে শাসনও করেছে বিজেপি। তাতেও কেন গত দুই বছরের জেডিইউ বিজেপি জোটের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তেজস্বী।