TRENDING:

Nitish Kumar: রবিবার ফের শপথ নিতে পারেন নীতীশ, সমর্থনের বিনিময়ে কী কী শর্ত দিল বিজেপি?

Last Updated:

বিহার বিধানসভার যা অবস্থা তাতে কোনও দলের হাতেই একক সংখ্যাগরিষ্ঠতা নেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার ফের বিজেপি-র সমর্থন নিয়ে সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার৷ বিহারের রাজনৈতিক ডামাডোলের মধ্যে সর্বশেষ এমনই খবর পাওয়া যাচ্ছে৷ তবে সমর্থনের বিনিময়ে জোড়া উপমুখ্যমন্ত্রীর পদ পাবে বিজেপি৷ এই ফর্মুলাতেই ২০২০ সালে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিলেন নীতীশ৷
বিজেপি-র হাত ধরছেন নীতীশ৷ ছবি- পিটিআই
বিজেপি-র হাত ধরছেন নীতীশ৷ ছবি- পিটিআই
advertisement

নীতীশের শিবির বদলের জল্পনার মধ্যেই শোনা গিয়েছিল, হয়তো বা বিধানসভা ভেঙে দিয়ে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা নির্বাচন হতে পারে বিহারে৷ কিন্তু সেই সম্ভাবনা নেই বলেই সূত্রের দাবি৷ আগামী বছরই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে ভোট নিয়ে আপাতত ধীরে চলো নীতিই নিয়েছে দু পক্ষ৷

তবে ফের বিজেপির শরণাপন্ন হওয়ার বেশ কিছু মাশুল গুনতে হচ্ছে নীতীশকে৷ প্রথমত, মন্ত্রিসভায় বিজেপি বিধায়কদের জায়গা করে দিতে দু দলের প্রত্যেক চার জন বিধায়ক পিছু একজন করে মন্ত্রী করার সিদ্ধান্ত হয়েছে৷ এই ফর্মুলা মানলে মন্ত্রিসভায় বিজেপি-র প্রতিনিধিত্বই বেশি থাকবে৷ শুধু তাই নয়, লোকসভা নির্বাচনেও ২০১৯ সালের তুলনায় জেডিইউ-কে কম আসন ছাড়বে বিজেপি৷ ২০১৯-এ বিহারে ১৭টি লোকসভা আসনে লড়ে ১৬টিতেই জয়ী হয় নীতীশের দল৷ সেখানে এবার বিজেপি নীতীশের দলের জন্য খুব বেশি হলে ১২ থেকে ১৫টি আসন ছাড়তে পারে৷

advertisement

আরও পড়ুন: ‘বিপাকে’ পড়ে মমতাকে ফোন, বরফ গলবে আদৌ? তৃণমূলের নিশানায় সেই ‘একজনই’

নীতীশের বিজেপি-র হাত ধরা যে প্রায় নিশ্চিত, তার আঁচ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে৷ বিহারে দলের সমস্ত কর্মসূচি স্থগিত করে দিয়েছে জেডিইউ৷ বার বার এ ভাবে শরিক বদল করায়, নীতীশকে পাল্টিবাজ সহ নানা রকম কটাক্ষ শুনতে হচ্ছ৷ বিজেপি-র সঙ্গে যোগ দেওয়া নিয়ে জেডিইউ-এর অন্দরেও ফাটল তৈরি হয়েছে বলে সূত্রের খবর৷ সদ্য অপসারিত জেডিইউ-এর প্রাক্তন সভাপতি লালন সিং আরজেডি-র সঙ্গে জোট বজায় রাখার পক্ষে ছিলেন৷ আবার সঞ্জয় ঝা, অশোক চৌধুরীর মতো নেতারা জোটের পক্ষে৷

advertisement

বিহার বিধানসভার যা অবস্থা তাতে কোনও দলের হাতেই একক সংখ্যাগরিষ্ঠতা নেই৷ গত বিধানসভা ফলের নিরিখে বিহারের ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি-র হাতে রয়েছে ৭৪টি আসন৷ আরজেডি-র বিধায়ক সংখ্যা ৭৫৷ সেখানে নীতীশের জেডিইউ-এর বিধায়ক সংখ্যা মাত্র ৪৫৷ কংগ্রেসের হাতে রয়েছে ১৯ জন বিধায়ক৷ বামেদের বিধায়ক সংখ্যা ১৬৷

২০১৩ থেকে এই নিয়ে চার বার তিনি শিবির বদল করবেন৷ কখনও তিনি এনডিএ-র শরিক হয়েছেন, কখনও আবার মহাজোটে নাম লিখিয়েছেন৷ কিন্তু শিবির বদল করলেও নিজের মুখ্যমন্ত্রী পদটি ছাড়েননি নীতীশ৷ বলার অপেক্ষা রাখে না, নীতীশের এই পদক্ষেপে ভোটের আগেই ইন্ডিয়ার কফিনে শেষ পেরেক পড়ে গেল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এরই মধ্যে শোনা যাচ্ছে বিজেপি জেডিইউকে আটকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী হাম পার্টির নেতা জিতেন রাম মাঝিকে ফোন করেছিলেন লালু প্রসাদ যাদব৷ জিতেন রাম মাঝির দলের চার জন বিধায়ক রয়েছে৷ সূত্রের খবর, জিতেন রাম মাজির ছেলেকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন লালু৷ যদিও এই খবরকে গুজব বলে দাবি করেছেন জিতেন রাম মাঝি স্বয়ং৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar: রবিবার ফের শপথ নিতে পারেন নীতীশ, সমর্থনের বিনিময়ে কী কী শর্ত দিল বিজেপি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল