পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবে আপের অবস্থান এবং একাধিক মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরে যথেষ্ট অস্বস্তিতে ছিল কংগ্রেস৷ তবে, বিহার থেকে যে এত বড় ধাক্কা আসবে, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি খাড়্গে-রাহুলরা৷ বার বার দলবদলের জন্য ‘পাল্টা কুমার’ তকমা মিললেও, এই নীতীশই ছিলেন দেশজুড়ে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম হোতা৷ সেই নীতীশই কিনা লোকসভা ভোটের আগে এভাবে জোটের হাত ছেড়ে দেবেন?
advertisement
আরও পড়ুন: ‘আমি গর্বিত, আমি আনন্দিত’, পদ্মভূষণ পেয়ে আপ্লুত মিঠুন চক্রবর্তী, জানালেন মনের কথা
আরও পড়ুন: ফের পাল্টি নীতীশের? ইন্ডিয়া ছেড়ে আবারও ধরছেন বিজেপি-র হাত, বিহারে জল্পনা তুঙ্গে
এমন পরিস্থিতিতে তাহলে, কোথায় দাঁড়িয়ে থাকছে ‘ইন্ডিয়া’ জোটের গ্রহণযোগ্যতা? নীতীশ কুমারকে নিয়ে জল্পনার মাঝেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বড় দাবি করলেন।
সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মমতা জানিয়েছেন, ‘‘নীতীশ কুমার বিজেপির হাত ধরলে জোটে কোনও প্রভাব পড়বে না। বিহারে নীতীশ কুমারের জনপ্রিয়তা কমছে। নীতীশ বিজেপির হাত ধরলে ক্ষতি তো হবেই না, উল্টে লাভ হবে। তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে।’’
বাংলায় ‘একলা চলো’র নীতির কথা আগেই স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নীতীশ বিজেপির হাত ধরলে ইন্ডিয়া জোটেও তার কোনও প্রভাব যে পড়বে না সেকথাও স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। প্রসঙ্গত, ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজভবনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘনিষ্ঠ মহলে মমতা এই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে৷