লোকসভা ভোটের মুখে বিহারের সরকার নিয়ে হঠাৎই শুরু হয় বিস্তর জলঘোলা৷ সেখানে নীতীশ কুমার বিজেপি বিরোধী জোট ছেড়ে হঠাৎই বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেন৷ শেষ পর্যন্ত রবিবার সেই জল্পনায় বৃত্ত সম্পূর্ণ হল৷ শনিবারই আগের জোটের মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দিয়েছিলেন নীতীশ৷ আর রবিবার তিনি নতুন জোটের মুখ্যমন্ত্রী হয়ে শপথ নিলেন৷
তাঁর মন্ত্রিসভায় শপথ নিলেন মোট আট জন মন্ত্রী৷ শপথের পর ট্যুইট করে নীতীশ লিখলেন, ‘আমার নিজের পক্ষ থেকে এবং বিহারের সমস্ত জনগণের পক্ষ থেকে, আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর অভিনন্দন ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানাই এবং তাঁর সহযোগিতার জন্য তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিহারে এনডিএ জোটের সঙ্গে নতুন সরকার গঠিত হয়েছে। জনগণই প্রধান এবং তাদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। কেন্দ্র ও রাজ্যে এনডিএ জোট সরকার থাকায় উন্নয়নের কাজ গতি পাবে এবং রাজ্যের মানুষের উন্নতি হবে।’
advertisement
এ ছাড়া সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়ায় নীতীশ বললেন, ‘আমি এনডিএ-এর সঙ্গে আগেও ছিলাম৷ আমাদের পথ ভিন্ন হয়ে গিয়েছিল, এখন আমরা আবার একপথে এসে মিলেছি, এবং মিলেই থাকব৷ আজকে আটজন মন্ত্রিসভার সদস্য শপথ নিলেন৷ আর বাকিরা দ্রুত শপথ গ্রহণ করবেন৷ আমি যেখানে ছিলাম, সেখানেই ফিরে এলাম৷ এ বার আর কোথাও যাওয়ার কোনও প্রশ্নই নেই৷’