বাজেটে প্রবীণদের আয়করে ছাড় দেওয়ার দাবি অনেক দিন ধরেই উঠছিল৷ ৭৫ বছর এবং তার বেশি বয়সিদের অর্জিত সুদের উপরে ছাড় দিয়ে সেই প্রত্যাশা পূরণেরই চেষ্টা করলেন নির্মলা৷ তবে ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন ঘোষণা করেননি নির্মলা৷
অর্থমন্ত্রী অবশ্য এ দিন বাজেট পেশ করতে গিয়ে বলেন, সাধারণ মানুষের উপরে করের বোঝা কমানো উচিত৷ যদিও ব্যক্তিগত আয়কর নিয়ে খুব বেশি শব্দ খরচ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
advertisement
অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী অবশ্য বলছেন, এতে খুব বেশি লাভ হবে না৷ কারণ ৬০ বছরের উপরে একটা বড় সংখ্যক প্রবীণ নাগরিক এর সুবিধে পাবেন না৷ তার উপর ব্যাঙ্ক বা অন্যান্য় ক্ষেত্রে সুদের হার যে ভাবে কমছে, তাতে ৭৫ বছরের উপরে প্রবীণ নাগরিকরা সত্যিই কতটা কর ছাড়ের সুফল অনুভব করবেন, তাই নিয়েও প্রশ্ন তুলেছেন অজিতাভবাবু৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2021 1:09 PM IST