সাত বছর আগে ১৬ ডিসেম্বর ২০১২ সালে চলন্ত বাসে নির্ভয়ার গণধর্ষণ করে ৬ জন ৷ গণধর্ষণের পাশাপাশি তার উপর চলে পাশবিক অত্যাচার ৷ ছ’জনের মধ্যে একজন নাবালক হওয়ায় সাজা কাটার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ আরেক দোষী রামসিং তিহার জেলেই আত্মহত্যা করেন ৷ বাকি ৪ জন বিনয়, মুকেশ, পবন ও অক্ষয় শীঘ্রই ফাঁসি দেওয়া হতে পারে ৷
advertisement
সূত্রের খবর অনুযায়ী, তিহার জেলের কর্তৃপক্ষ ১০০ কেজি বালি ভরে একটি ডামি তৈরি করে ট্রায়াল দেয় ৷ তিহার জেলের তিন নম্বর সেলে ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ থেকে ফাঁসুড়ে ডাকা হতে পারে ৷
সম্প্রতি বিনয় শর্মা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছিল ৷ কিন্তু তা খারিজের সুপারিশ জানায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ হায়দরাবাদের ঘটনার পর নির্ভয়ার দোষীদের শীঘ্রই সাজা দেওয়ার বিষয়ে চাপ বাড়ছে ৷