TRENDING:

নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির প্রস্তুতি শুরু, ট্রায়াল দিল জেল কর্তৃপক্ষ !

Last Updated:

সাত বছর আগে ১৬ ডিসেম্বর ২০১২ সালে চলন্ত বাসে নির্ভয়ার গণধর্ষণ করে ৬ জন ৷ গণধর্ষণের পাশাপাশি তার উপর চলে পাশবিক অত্যাচার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নির্ভয়া মামলার ৪ দোষীকে ফাঁসির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, ১৬ ডিসেম্বর দোষীদর ফাঁসি হতে পারে তিহার জেলে ৷ তিহার জেলের প্রশাসন ইতিমধ্যেই ডামি তৈরি করে তার ট্রায়াল দিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত ফাঁসি দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে কোনও চিঠি আসেনি ৷ নির্ভয়া মামলায় চার দোষী বর্তমানে তিহার জেলে রেয়েছে ৷
advertisement

সাত বছর আগে ১৬ ডিসেম্বর ২০১২ সালে চলন্ত বাসে নির্ভয়ার গণধর্ষণ করে ৬ জন ৷ গণধর্ষণের পাশাপাশি তার উপর চলে পাশবিক অত্যাচার ৷ ছ’জনের মধ্যে একজন নাবালক হওয়ায় সাজা কাটার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ আরেক দোষী রামসিং তিহার জেলেই আত্মহত্যা করেন ৷ বাকি ৪ জন বিনয়, মুকেশ, পবন ও অক্ষয় শীঘ্রই ফাঁসি দেওয়া হতে পারে ৷

advertisement

সূত্রের খবর অনুযায়ী, তিহার জেলের কর্তৃপক্ষ ১০০ কেজি বালি ভরে একটি ডামি তৈরি করে ট্রায়াল দেয় ৷ তিহার জেলের তিন নম্বর সেলে ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ থেকে ফাঁসুড়ে ডাকা হতে পারে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সম্প্রতি বিনয় শর্মা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছিল ৷ কিন্তু তা খারিজের সুপারিশ জানায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ হায়দরাবাদের ঘটনার পর নির্ভয়ার দোষীদের শীঘ্রই সাজা দেওয়ার বিষয়ে চাপ বাড়ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির প্রস্তুতি শুরু, ট্রায়াল দিল জেল কর্তৃপক্ষ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল