১৬ ডিসেম্বর, ২০১২- দিল্লির চলন্ত বাসে নির্ভয়াকে গণধর্ষণ
১৮ ডিসেম্বর ২০১২- বাসচালক রাম সিং, তার ভাই মুকেশ, বিনয় শর্মা, পবন গুপ্ত গ্রেফতার
২১ ডিসেম্বর ২০১২- নাবালক আসামী দিল্লির একটি বাস টার্মিনাস থেকে ধৃত
২২ ডিসেম্বর ২০১২- বিহার থেকে গ্রেফতার অক্ষয় ঠাকুর
২২ ডিসেম্বর ২০১২- দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে নির্ভয়ার বয়ান রেকর্ড
advertisement
২৭ ডিসেম্বর ২০১২- নির্ভয়ার শারীরিক অবস্থার অবনতি, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরিত
২৯ ডিসেম্বর ২০১২- লড়াই শেষ! নির্ভয়ার মৃত্যু
২ জানুয়ারি ২০১৩- ধর্ষণ মামলার জন্য দেশে প্রথম ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন দিল্লিতে
৩ জানুয়ারি ২০১৩- নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় চার্জশিট পেশ পুলিশের
৩১ আগস্ট ২০১৩- জুভেনাইল বোর্ডে ধর্ষণ ও খুনে সাব্যস্ত নাবালক আসামী, ৩ বছর হোমে রাখার নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০১৩- বাকি ৪ জনের ফাঁসির আদেশ
১৩ মার্চ ২০১৪- দিল্লি হাইকোর্টে নিম্ন আদালতের রায় বহাল
২০ ডিসেম্বর ২০১৫- নাবালক অপরাধীর ৩ বছরের সাজার মেয়াদ শেষে মুক্তি
৫ মে ২০১৭- ফাঁসির সাজা বহাল সুপ্রিম কোর্টে
১৮ ডিসেম্বর ২০১৯- অক্ষয় কুমারের প্রাণদণ্ড পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টে
৭ জানুয়ারি ২০২০- পাতিয়ালা হাউজ কোর্ট রায় ঘোষণা, ২২ জানুয়ারি ফাঁসি হবে ৪ জনের
১৭ জানুয়ারি ২০২০- বিনয় এবং মুকেশের রায় সংশোধনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। ফাঁসির দিন নির্ধারিত হয় ১ ফেব্রুয়ারি ২০২০
এরপর নতুন নতুন আর্জির জেরে ফাঁসির দিন পিছিয়ে প্রথমে হয় ২ মার্চ এবং তারপর তা আবার পিছিয়ে হয় ২০ মার্চ
অবশেষে ২০ মার্চ ২০২০- অপরাধের সাত বছর তিন মাস ৪ দিন পর, দিল্লির তিহাড় জেলে ফাঁসিকাঠে ঝুলল মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিং। দেরীতে হলেও, অবশেষে বিচার পেলেন নির্ভয়া।