TRENDING:

Bengaluru cafe blast: বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফেতে বিস্ফোরণ, আহত ৯! জঙ্গি যোগের সন্দেহ, তদন্তে এনআইএ

Last Updated:

ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করেছেন তদন্তকারীরা৷ সম্ভবত ওই ব্যাগের ভিতরেই কম তীব্রতার আইইডি রাখা ছিল বলে সন্দেহ করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে জনপ্রিয় একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য৷ বিস্ফোরণের ঘটনায় কারও মৃত্যু না হলেও ৯ জন আহত হয়েছেন৷ তবে এই বিস্ফোরণের পিছনে জঙ্গি যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ৷
বিস্ফোরণের পর বেঙ্গালুরুর ক্যাফের ভিতরের ছবি৷
বিস্ফোরণের পর বেঙ্গালুরুর ক্যাফের ভিতরের ছবি৷
advertisement

এ দিন দুপুরে বেঙ্গালুরুর কুন্ডলাহালির জনপ্রিয় এই ক্যাফেটিতে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের ঘটনা ধরা পড়েছে সিসিটিভি-তে৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, আইইডি ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে৷

আরও পড়ুন: বছরের প্রথম মাস ছিল মার্চ, কীভাবে চলে গেল তিন নম্বরে?

সিদ্দারামাইয়া বলেন, ‘বেলা সাড়ে বারোটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে৷ তদন্ত চলছে, তবে এখনও পর্যন্ত আমি জানতে পেরেছে যে আইইডি বিস্ফোণ ঘটানো হয়েছে৷’

advertisement

বিজেপি নেতা তেজস্বী সুর্য আবার এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, ওই ক্যাফের মালিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন ক্যাফেতে আসা একজন ক্রেতা একটি ব্যাগ ফেলে গিয়েছিলেন৷ তা থেকেই বিস্ফোরণ ঘটেছে৷ কোনও সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেনি৷ তেজস্ব সূর্য বলেন, ‘বেঙ্গালুরুর মানুষ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার থেকে জবাব চায়৷’

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণে ক্যাফেটি কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন ভিতরে থাকা ক্রেতা এবং কর্মীরা৷ বিস্ফোরণের অভিঘাতে ছাদ থেকে কংক্রিটের অংশও খুলে নীচে পড়তে থাকে৷ আহতদের মধ্যে ক্যাফের এক কর্মীও রয়েছেন৷

advertisement

সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করেছেন তদন্তকারীরা৷ সম্ভবত ওই ব্যাগের ভিতরেই কম তীব্রতার আইইডি রাখা ছিল বলে সন্দেহ করা হচ্ছে৷ ঘটনায় পুলিশের নজরে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

তবে এই ঘটনায় জঙ্গি যোগের পাশাপাশি ব্যবসায়িক শত্রুতার দিকটিও খতিয়ে দেখছে পুলিশ ও তদন্তকারীরা৷ কারণ ‘দ্য রামেশ্বরম ক্যাফে’ নামে ওই ক্যাফেটি বেঙ্গালুরুতে খুবই জনপ্রিয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru cafe blast: বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফেতে বিস্ফোরণ, আহত ৯! জঙ্গি যোগের সন্দেহ, তদন্তে এনআইএ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল