সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, ইংরেজি ভাষায় নিউজ ১৮-এর এই সমীক্ষায় অংশ নেওয়া ৬১ শতাংশ পাঠক মনে করেন, চিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ চালিয়ে যাওয়ার বিষয়টি ফের ভেবে দেখা উচিত ভারতের৷ আর ৩৯ শতাংশ পাঠক মনে করছেন, চিনের প্রতি ভারতের বর্তমান দৃষ্টিভঙ্গিতে বদল আনার কোনও প্রয়োজন নেই৷
advertisement
নিউজ ১৮ বাংলার সমীক্ষায় এই একই প্রশ্নের জবাব দিয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে ৮৯ শতাংশই মনে করছেন, চিনের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণই বজায় রাখা উচিত ভারতের৷ আর মাত্র ৫৫৮ জন বা ১১ শতাংশ মনে করছেন, চিনের প্রতি ভারতের মনোভাবে বদল আনা উচিত৷
তবে সমীক্ষায় সব ভাষার মানুষের দেওয়া জবাব মিলিয়ে দেখা যাচ্ছে, চিনের প্রতি ভারতের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত পাঠকরা৷ ৫৩.৫ শতাংশ মানুষ মনে করছেন ভারতের আচরণে বদল আনা উচিত, আর ৪৬.৫ শতাংশ পাঠক মনে করছেন চিনের সঙ্গে সদ্ভাবই বজায় রাখা উচিত৷