আর সেই উত্তপ্ত পরিবেশের মধ্যেই News18 Network ভারত চিনের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন তৈরি করে দেশবাসীর কাছে ও রাজ্যের মানুষের কাছে রেখেছিল। সেখানেই একটি প্রশ্ন ছিল, দেশের মানুষ কীভাবে ভারত চিনের সম্পর্ককে দেখেন? ১ থেকে ৫, পাঁচটি আলাদা স্তরে চিনকে রাখতে হলে তাঁরা কোথায় রাখবেন সেই দেশকে?
advertisement
সমস্ত ভাষার মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, ৫১ শতাংশ ভারতবাসী মনে করেন, চিন চূড়ান্ত স্তরে বন্ধুত্বপূর্ণ নয়। ২৭ শতাংশ মানুষ মনে করেছেন, চিন সাধারণ স্তরে বন্ধুত্বপূর্ণ নয়। ১৭ শতাংশ মনে করছেন চিন বন্ধুও আবার শত্রুও নয়। ১.৫ শতাংশ মনে করছেন চিন বন্ধুত্বপূর্ণ দেশ। আর ০.৯ শতাংশ মনে করছে চিন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশ।
রাজ্য ভিত্তিক ফলে অঙ্কটা কিছুটা আলাদা হলেও মোটের ওপর ফল একই। বাংলা ভাষায় খবর পড়েন এমন মানুষদের মধ্যে এই একই প্রশ্ন নিয়ে পৌঁছলে তাঁদের ৭৯ শতাংশ জানিয়েছেন, তাঁরা মনে করেন চিন একেবারেই বন্ধুত্বপূর্ণ নয়।