অভিযুক্ত মহিলার স্বামী কর্মরত সৌদি আরবে। তিন মাস আগে দীর্ঘ দিন পর তিনি কর্মক্ষেত্র থেকে পুঞ্চে ফেরেন। কিছু দিন পরই যমজ সন্তানদের জন্ম দেয় তাঁর স্ত্রী। এর পরই স্ত্রীকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান স্বামী। অভিযোগ করেন, ওই যমজ সন্তান তাঁর নয়। এমনকি, পুলিশের কাছেও তিনি অভিযোগ জানান স্ত্রীর বিরুদ্ধে। তাঁর দাবি, অবৈধ সম্পর্ক থেকে সন্তানের মা হয়েছে স্ত্রী।
advertisement
আরও পড়ুন : উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি! কতদিন চলবে প্রবল বর্ষণ? জানুন মেগা আপডেট
তদন্তকারী পুলিশের ধারণা, জটিলতা বাড়তে পারে এই আশঙ্কায় এর পর বাড়ির কাছে মাঠে নিয়ে গিয়ে যমজ সন্তানকে খুন করে মা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি মহিলা একা নয়। তার স্বামীও এই জোড়া খুনের ঘটনায় জড়িত।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত মহিলা জেরায় নিজের যমজ সন্তানকে খুন করার অপরাধ স্বীকার করেছে।