advertisement
স্বরাষ্ট্র—- অমিত শাহ
অর্থ —- নির্মলা সীতারমন
রেল—-অশ্বিনী বৈষ্ণব
স্বাস্থ্য— জেপি নাড্ডা
কৃষি —— শিবরাজ সিং চৌহান
সড়ক ও পরিবহণ —- নিতিন গড়কড়ি
বিদেশ —– এস জয়শঙ্কর
প্রতিরক্ষা —– রাজনাথ সিং
ভারী শিল্প —- এইচডি কুমারস্বামী
বন ও পরিবেশ— ভূপেন্দ্র যাদব
সংসদ বিষয়ক মন্ত্রী- কিরিন রিজিজু
খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)— চিরাগ পাসওয়ান
জলশক্তি— সিআর পাটিল
পর্যটন ও সংস্কৃতি— গজেন্দ্র সিং শেখাওয়াত
জনবণ্টন, খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক— প্রহ্লাদ যোশী
পেট্রোলিয়াম— হরদীপ সিং পুরী
টেলিকম এবং উত্তরপূর্ব উন্নয়ন— জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
বস্ত্র- গিরিরাজ সিং
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক — ধর্মেন্দ্র প্রধান
নারী এবং শিশুকল্যাণ —— অন্নপূর্ণা দেবী
সূত্রের খবর, বাংলার দুই সাংসদের মধ্যে সুকান্ত মজুমদারকে করা হয়েছে শিক্ষা ও উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী, আর শান্তনু ঠাকুরকে করা হয়েছে জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, মোদি ৩.০ মন্ত্রিসভার ৭২ সদস্যের মধ্যে রয়েছেন ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)। প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথগ্রহণের আগে রবিবার সকালে নিজের বাসভবনেই একটি চা-চক্রের আয়োজন করেন মোদি। সেখানে যাওয়ার জন্য আগের দিন রাতে ফোন করে করে ডাকা হয়েছিল একাধিক সাংসদকে। যাঁরা ওই চা-চক্রে ডাক পেয়েছেন, তাঁরাই মন্ত্রিসভার সদস্য হলেন।
আরও পড়ুন: পৃথিবীর কেন্দ্রে ফাটল! হাতেনাতে মিলল প্রমাণ! এবার যা হবে…মাথায় হাত বিজ্ঞানীদের
রবিবার সন্ধ্যায় তাঁদেরই দেখা গেল মোদির সঙ্গে শপথগ্রহণে। রাষ্ট্রপতি ভবনে মোদি ছাড়াও রবিবার সন্ধ্যায় পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৩০ জন এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৪১ জন।