নোট বাতিল সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর থেকে দেশ জুড়ে নগদের হাহাকার ৷ অচল নোট পাল্টাতে তড়িঘড়ি ব্যাঙ্কে ছুটেছেন সাধারণ মানুষ ৷ দেশের প্রতিটি ব্যাঙ্ক শাখা ও এটিএমের সামনের চিত্রটা একই ৷ যতদূর নজর যায়, শুধুই মানুষের লাইন ৷ পর্যাপ্ত নতুন নোট ব্যাঙ্ক ও এটিএমে না থাকায় হয়রানি বেড়েছে মানুষের ৷ রাতারাতি নগদের আকালে বন্ধ বেচাকেনা, বন্ধ ব্যবসা ৷
advertisement
দেশের এই পরিস্থিতে তড়িঘড়ি সাধারণ মানুষের কাছে নগদ পৌঁছে দিতে ব্যাঙ্ক-ডাকঘরের সঙ্গে সঙ্গে এটিএম পরিষেবাকেও স্বাভাবিক করতে জোর দিচ্ছে কেন্দ্র ৷ সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থসচিব জানান, ‘ATM-এর প্রযুক্তিগত বদল প্রক্রিয়া শুরু হয়েছে ৷ নতুন মাইক্রো ATM আনা হচ্ছে ৷ ব্যাঙ্ক-ডাকঘরে আরও টাকা পাঠানো হচ্ছে ৷ আজ বা কালই ATM-এ নতুন নোট পাবেন গ্রাহকরা ৷ দ্রুত এই কাজ শেষ করতে RBI ডেপুটি গর্ভনরের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠিত হয়েছে ৷’
এছাড়াও অর্থসচিব জানান, ব্যাঙ্ক ও এটিএম থেকে নগদ তোলার উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে ৷ একইসঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে ৷ ব্যাঙ্কে থাকা কারেন্ট অ্যাকাউন্ট থেকে এককালীন ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে ৷ সপ্তাহে তোলা যাবে সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা। এতদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এককালীন ১০ হাজার টাকা ও সপ্তাহে সর্বোচ্চ ২০ হাজার টাকা তোলা যেত ৷ সরকারের নতুন ঘোষণা অনুসারে, একবারেই ২৪ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে ৷ এটিএম থেকে দৈনিক দু’হাজারের বদলে তোলা যাবে আড়াই হাজার। টাকা বদলানোর ঊর্ধ্বসীমাও চার হাজার থেকে বেড়ে, হল সাড়ে চার হাজার টাকা।
এছাড়াও ব্যাঙ্কে যে নয়া বিধিগুলি চালু হয়েছে সেগুলি হল-
- ব্যাঙ্কে দৈনিক ৪,০০০-এর বদলে ৪,৫০০ টাকা তোলা যাবে
- ব্যাঙ্ক থেকে সপ্তাহে একবার ২৪,০০০ টাকা তোলা যাবে
- গ্রামীণ এলাকায় ১.২ লক্ষ ব্যাঙ্কিং করেসপন্ডেন্ট কাজ করবেন
- গ্রামীণ এলাকায় কাজ করবে ১.৩ লক্ষ ব্রাঞ্চ পোস্ট অফিসও
- কারেন্ট অ্যাকাউন্ট থেকে তোলা সপ্তাহে তোলা যাবে ৫০,০০০ টাকা
- পেনশনভোগীদের বার্ষিক লাইফ সার্টিফিকেটে জমার সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত
- বসানো হবে প্রচুর মাইক্রো এটিএম
ব্যাঙ্কের ওপর চাপ কমাতে সরকারি ক্ষেত্রগুলিতে ই পেমেন্টে জোর দেওয়া হয়েছে।
নোট বদলের প্রক্রিয়ার ষষ্ঠদিনে ভোগান্তি চরমে ৷ গুরু নানকের জন্মদিন উপলক্ষে সোমবার বন্ধ পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের সমস্ত ব্যাঙ্ক ৷ বন্ধ অধিকাংশ এটিএম ৷ খোলা হলেও নো ক্যাশ-এর বোর্ড বেশিরভাগ জায়গায় ৷ কোনও এটিএম-এ টাকা মেলার খবর পেলে আলোয় আকৃষ্ট শ্যামাপোকার মতো সেখানে জমায়েত মানুষের ৷ সবর্ত্র শুধু নোটের হাহাকার ৷
আরও একবার মানুষকে আশ্বাস দিয়ে শক্তিকান্ত দাস বলেছেন, ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই, RBI-এর কাছে যথেষ্ট নোট আছে ৷’
৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের পর কেটে গিয়েছে ছয়দিন ৷ নোট বাতিল করার সিদ্ধান্তে কী প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর সেই নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠক থেকেই উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷