শুক্রবার কংগ্রেস নেতা শরদ রনপিসের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী- এনসিপি নেতা নবাব মালিক জানান, চলতি বাজেট অধিবেশনেই এই বিলটি আনার পরিকল্পনা রয়েছে সরকারের ৷ এখন শিক্ষাক্ষেত্রে এই সংরক্ষণ করা হলেও ভবিষ্যতে চাকরির ক্ষেত্রেও মুসলিমদের জন্য বিশেষ সংরক্ষণ আনতে পারে সরকার ৷ যদিও এই ঘোষণার পরেই সরকারের প্রবীণ মন্ত্রী একনাথ শিন্ডে বলেন, এধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁর জানা নেই ৷ তাঁর মতে, আলোচনা হয়েছে তবে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ শিন্ডের মন্তব্যের পরই বিশেষজ্ঞদের ধারণা, মূলক কংগ্রেস ও এনসিপি-র চাপে পড়েই এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জোট সরকার ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2020 7:14 PM IST