আগুন লাগার পরে একটি বিস্ফোরণ হয়। প্ল্যান্টের ১ কিলোমিটার দূরেও এই বিস্ফোরণের শব্দের আওয়াজ পাওয়া যায়। তার পরই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। প্ল্যান্টের ভিতরেই আটকে পড়েন অনেক কর্মী।
পুলিশ এই প্ল্যান্টের চারপাশে ১ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ঘিরে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁচেছে ১৫টি দমকল। প্রায় ঘণ্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
মঙ্গলবার সকাল ৭টা নাগাদ নভি মুম্বইয়ের উড়ান এলাকার ওই প্ল্যান্টে আগুন লাগে। টুইট করে ওএনজিসি জানিয়েছে, আগুন লেগেছে স্টর্ম ওয়াটার ড্রেনে। তবে এতে তেলশোধনের কাজে কোনও প্রভাব পড়েনি বলেও জানিয়েছে তারা। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সে জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠিয়ে দেওয়া হচ্ছে গুজরাতের হাজিরা প্ল্যান্টে।
জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন ওএনজিসি-র কর্মী ও বাকি তিন জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর কর্মী।