প্রধানমন্ত্রীর এই আবেদনের পরপরই অবশ্য এ রাজ্যের পদ্ম নেতারা নিজেদের সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে ফেলতে শুরু করে দিয়েছেন৷ বদলে রাখছেন তিরঙ্গা ছবি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির একাধিক নেতারা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন।
আরও পড়ুন: বঙ্গ সফরের শেষ দিনে দক্ষিণেশ্বর মন্দিরে জে পি নাড্ডা, দেখুন ভিডিও
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ বিষয়ে বলেন, ‘‘স্বাধীনতা দিবসের দিন আমরা এ রাজ্যের সমস্ত ঘরে যাতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়, সে ব্যাপারে দলের তরফে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি।’’ প্রসঙ্গত, সামনেই ১৫ অগাস্ট৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কেন্দ্রের তরফে৷
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 13, 2023 1:18 PM IST