রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates
মোদি শনিবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রভু শ্রী রামের প্রতি প্রবল ভক্তি ও শ্রদ্ধা আছে৷ আপনাদের জন্য রইল বিখ্যাত নজরুলগীতি ‘মন জপ নাম’৷’ সেখানে পায়েল কর নামে এক শিল্পীর গাওয়া একটি নজরুলগীতি পোস্ট করলেন তিনি৷
advertisement
মাঝে আর মাত্র একদিন৷ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে৷ সেই সাড়ম্বর আয়োজনে আপাতত মেতে উঠেছে গোটা দেশ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে চলছে তোড়জোড়। সেজে উঠেছে অযোধ্যা। আটচল্লিশ ঘন্টাও বাকি নেই প্রাণ প্রতিষ্ঠার। আজ থেকেই কার্যত এসপিজির দখলে গোটা অযোধ্যা। সূত্রের খবর, সোমবার দুপুর ১২টা ১৫ থেকে ১২টা পঁয়তাল্লিশের মধ্যে হবে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা। সে সময় গর্ভগৃহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ পাঁচজন।
প্রধানমন্ত্রী মোদি ছাড়াও থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে হবে আরতি। আরতির মধ্যে দিয়েই শেষ হবে বিশেষ পুজো। এর জন্য আচার্যদের নিয়ে তিনটি পৃথক দল গঠন করা হয়েছে। প্রথম দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, দ্বিতীয় দলের দায়িত্বে শংকরাচার্য বিজেন্দ্র সরস্বতী। কাশীর পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে তৃতীয় দল।