বিরোধীরা ইতিমধ্যেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। কেন এতটা সময় কেটে যাওয়ার পরও ইউক্রেন থেকে সব পড়ুয়াদের ফিরিয়ে আনা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। যদিও বিরোধীরা যেটাকে সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করছে, উত্তরপ্রদেশের ভোটপ্রচারে গিয়ে সেটাকেই সাফল্য বলে দাবি করলেন প্রধানমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: পুরভোটের ফলের পরই একটা ছোট্ট ট্যুইট, তাতেই শোরগোল ফেললেন লকেট! তাহলে কি...
মোদি বলেন, ''যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে হাজার হাজার মানুষকে ভারত সরকার উদ্ধার করে আনছে। এই ঘটনাই প্রমাণ করে সেটাই প্রমাণ করে যে বিশ্বমঞ্চে ভারতের শক্তি বাড়ছে। এত মানুষকে ফিরিয়ে আনার জন্যই আমরা অপারেশন গঙ্গা চালাচ্ছি।'' মোদি দাবি করেন, ''আমরা ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সবরকম পদক্ষেপ করছি। ইতিমধ্যেই চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা নানা দেশে পাঠিয়েছি। ভারতীয়দের উদ্ধার করে আনা হচ্ছে। প্রত্যেক ভারতীয় যাতে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সেটা নিশ্চিত করতে চেষ্টার কোনও কসুর করবে না কেন্দ্রীয় সরকার।''
আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক প্ল্যান্টে হামলা রাশিয়ার! এবার ভয়াবহ বিপর্যয়? হার মানবে চেরনোবিল?
যদিও বিরোধীরা নরেন্দ্র মোদি সরকারকে ছেড়ে কথা বলতে চাইছেন না। তৃণমূল নেতা যশবন্ত সিনহা ইতিমধ্যেই বলছেন, “উত্তরপ্রদেশের ভোটের জন্য সরকার যেভাবে ভুয়ো প্রচার করছে, তা চরম দুঃখজনক। প্রধানমন্ত্রী ইউক্রেন নিয়ে উত্তরপ্রদেশের প্রচারে গিয়ে বলছেন, সেটা ভালো কথা। কিন্তু মানুষকে সে দেশ থেকে ফিরিয়ে আনার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত কেন্দ্রীয় সরকারের।''
