৩০ জুন হুল দিবস। প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠানে তিনি বিশেষভাবে বললেন ‘হুল দিবস’ সম্পর্কে। সেইসঙ্গে তিনি জানালেন দেশের স্বাধীনতা আন্দোলনে আদিবাসী জনজাতির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে। ‘মন কি বাত’-এর ১১১ তম পর্বে প্রধানমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের দ্বারা উদযাপন করা ‘হুল দিবস’ সম্পর্কে কথা বলেছেন।
তিনি বলেন, “এই দিনটি বীর সিধু এবং কানহুর সাহসের সঙ্গে জড়িত, যাঁরা বিদেশী শাসকদের অত্যাচারের তীব্র বিরোধিতা করেছিলেন,” ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত। তার আগেই ১৮৫৫ সালে সিধু এবং কানহুর নেতৃত্বে হাজার হাজার সাঁওতালি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুর্কমেনিস্তানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩০০ তম জন্মবার্ষিকীর স্মরণের কথাও উল্লেখ করেছেন। যেখান রাষ্ট্রপতি ভারতের জাতীয় কবির একটি মূর্তি উন্মোচন করেছিলেন।