প্রধানমন্ত্রী মূলত এই নিয়ে তৃতীয়বার “হর ঘর তিরঙ্গা” এই প্রচারের জন্যই এই উদ্যোগ নিয়েছেন। নিজের ছবি বদলে জাতীয় পতাকা রেখে তিনি লিখেছেন, “হর ঘর তিরঙ্গাকে একটি গণ আন্দোলনে পরিণত করুন।”
এক্স-এ তিনি আরও লেখেন, “আমাদের স্বাধীনতা দিবস ধীরে ধীরে এগিয়ে আসছে, আমাদের আবার হর ঘর তিরঙ্গা আন্দোলনকে স্মরণীয় করে তুলতে হবে। আমি আমার প্রোফাইল ছবি বদলে নিলাম। আমি চাইব আপনারাও আমার সঙ্গে যোগদান করুন। আপনারাও এই তিরঙ্গা দিয়ে এই উৎসব পালন করুন।”
আরও পড়ুন: ১৮ মাস জেলবন্দি, অবশেষে জামিন পেলেন মণীশ সিসোদিয়া! শর্তও জুড়ে দিল সুপ্রিম কোর্ট
এই নিয়ে তৃতীয়বারের মতন “হর ঘর তিরঙ্গা” প্রচার করছেন প্রধানমন্ত্রী মোদি। এই প্রচার চলবে ৯ই অগাস্ট থেকে ১৫ই অগাস্ট পর্যন্ত। এই প্রচারের হাত ধরেই ৭৮তম স্বাধীনতা দিবসের সুচনা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং সাখাওয়াত বৃহস্পতিবার বলেন, প্রতিটি নাগরিক ঘরে থেকেই আমাদের পোর্টালে জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে পাঠাতে পারে।
এছাড়াও সংসদের সদস্যদের “তিরঙ্গা বাইক র্যালি” করা হবে হবে জানানো হয়। এই র্যালি হবে অগাস্টের ১৩ তারিখে। ভারত মান্ডপম থেকে প্রগতি ময়দান শেষ হবে ইন্ডিয়া গেটের পাশ দিয়ে মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে।