TRENDING:

Narendra Modi: 'মিথ্যে বলছে কংগ্রেস!' আম্বেদকর বিতর্কে এবার আসরে মোদি, সংসদে শোরগোল

Last Updated:

কংগ্রেসের বিরুদ্ধে আরও একবার আগ্রাসী আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইদিন, সংবিধান প্রণেতা ডঃ বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে উত্তাল হয় রাজ্যসভা। অমিত শাহের পদত্যাগ এবং ক্ষমা চাওয়ার দাবি তোলেন কংগ্রেস সাংসদরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বুধবার, কংগ্রেসের বিরুদ্ধে আরও একবার আগ্রাসী আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইদিন, সংবিধান প্রণেতা ডঃ বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে উত্তাল হয় রাজ্যসভা। অমিত শাহের পদত্যাগ এবং ক্ষমা চাওয়ার দাবি তোলেন কংগ্রেস সাংসদরা।
কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। প্রতীকী ছবি
কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। প্রতীকী ছবি
advertisement

এরপরেই আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইদিন সমাজমাধ্যমে তিনি লেখেন, “কংগ্রেস তাঁদের পচে যাওয়া সমাজ ব্যবস্থায় থেকে যদি মনে করে মিথ্যা দিয়ে বহু বছর ধরে তাঁদের ভুল গুলো ঢেকে রাখবে তাহলে তাঁরা ভুল করছে। বিশেষ করে তাঁরা যদি মনে করে ডঃ আম্বেদকরের প্রতি যে অপমান তাঁরা করেছে তা শুধু মিথ্যা দিয়ে ঢেকে রাখবে তাহলে চরম ভুল করছে।”

advertisement

advertisement

আরও পড়ুন: বিনিদ্র রজনী কাটছে আইনজীবীদের, চোখে ঘুম নেই পুলিশেরও, আগ্রায় চাঞ্চল্য !

নিজের এক্স হ্যান্ডলে ঠিক এই ভাষাতেই কংগ্রেসের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। তিনি আরও লেখেন, “ভারতবর্ষের মানুষ দেখেছেন কীভাবে একটা সময় শুধু একটাই দল এবং একটাই পরিবার নানান অছিলায় বাবা সাহেব আম্বেদকরের দৃষ্টিভঙ্গিকে এবং তফশিলি জাতি/উপজাতি সম্প্রদায়ের মানুষদের উপর কীভাবে অপমান করেছেন।”

advertisement

এখানেই থেমে থাকেন তিনি মোদি। তিনি আরও লেখেন, “কংগ্রেস যতই চেষ্টা করুক।

আরও পড়ুন: পর্যটন, আনারস, বাঁশ, রবার ও চা বিনিয়োগ টানতে ত্রিপুরার পাঁচ ভরসা

তাঁরা কিছুতেই এটা অস্বীকার করতে পারবে না, দেশের তফশিলি জাতি/উপজাতি সম্প্রদায়ের মানুষদের উপর চরম অত্যাচার তাঁদের আমলেই নেমে এসেছিল।”

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এরপরেই অমিত শাহের রাজ্যসভার বক্তব্যের একটি অংশ নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন তিনি। তারপরে তিনি লেখেন, ” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের কালো অধ্যায়ের সময় তুলে ধরেছেন। ওই সময় যেভাবে দেশের তফশিলি জাতি/উপজাতিকে অবহেলা করা হয়েছে তা দেখে আমরা শিহরিত! এই সত্যিটা সামনে এসে আমরা প্রত্যেকেই স্তম্ভিত হয়ে গিয়েছে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: 'মিথ্যে বলছে কংগ্রেস!' আম্বেদকর বিতর্কে এবার আসরে মোদি, সংসদে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল