কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে তিনি ডোডার জেলা প্রশাসক হরবিন্দর সিং-এর সঙ্গে কথা বলেছেন। তিনি এক্স পোস্ট করেছেন, ‘আহতদের জেলা হাসপাতাল কিশতওয়ার এবং জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হচ্ছে। বাকি আহতদের স্থানান্তরের জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও করা হবে। যে কোনও সাহায্যে জন্য আমি আছি, সব সময় যোগাযোগ রাখছি।’
আরও পড়ুন: ভয়ঙ্কর বাস দুর্ঘটনা কাশ্মীরে, মৃত্যু ৩৬ জনের, আরও মৃত্যুর আশঙ্কা
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক মৃতের নিকটাত্মীয়দের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি এক্স পোস্ট করেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”
আরও পড়ুন: দীপাবলিতে ডাবল ধমাকা! যাত্রীদের দারুণ উপহার দিচ্ছে ভারতীয় রেল, জানেন কী কী
প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও পোস্ট করেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর দুর্ভাগ্যজনক মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ পোস্ট করেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তাঁদের এই বিরাট ক্ষতিতে আমি গভীরভাবে মর্মাহত। যেখানে বাসটি দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে স্থানীয় প্রশাসনের উদ্ধার তৎপরতায় উদ্ধার কার্য চলছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’