TRENDING:

অফিসের জানালা দিয়ে কর্মীরা দেখলেন ন্যুড ফটোশ্যুট !

Last Updated:

অফিসে কাজ সবে শুরু হয়েছে ৷ কাজের চাপ ধীরে ধীরে বাড়ছে ৷ হঠাৎই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে একেবারে হাঁ সকলেই ৷ স্টাফরা হঠাৎ কী দেখলেন ? তাঁরা দেখলেন, পাশের বাড়ির ছাদে এক সুন্দরী মহিলা নগ্ন অবস্থায় ফটোগ্রাফারের সামনে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিচ্ছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: অফিসে কাজ সবে শুরু হয়েছে ৷ কাজের চাপ ধীরে ধীরে বাড়ছে ৷ হঠাৎই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে একেবারে হাঁ সকলেই ৷ স্টাফরা হঠাৎ কী দেখলেন ? তাঁরা দেখলেন, পাশের বাড়ির ছাদে এক সুন্দরী মহিলা নগ্ন অবস্থায় ফটোগ্রাফারের সামনে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিচ্ছেন ৷ এই দৃশ্য না দেখার লোভ সামলানোটাও কঠিন ৷ অফিসকর্মীরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লেন জানালায় ৷ আর ফটোগ্রাফারের আগে নিজেরাই মোবাইল ক্যামেরায় লাস্যময়ী মডেলের ছবি ক্যাপচার করে রাখলেন ৷ প্রথমে অনেকেই ভেবেছিলেন ৷ এটি হয়তো কোনও সিনেমার শ্যুটিং ৷ কিন্তু পরে জানা যায় মেয়েটি নিউইয়র্কের একজন নামী মডেল ৷ নাম নেলি ব্লু ৷ ন্যুড ফটোশ্যুটটা তিনি বিল্ডিং-এর ছাদেই সেরে ফেললেন ৷ আর তার জেরেই আশপাশের সকল অফিসের কাজ শিকেয় উঠল !
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
অফিসের জানালা দিয়ে কর্মীরা দেখলেন ন্যুড ফটোশ্যুট !