মঙ্গলবারের ঘটনা। নৈনিতালে ব্যাপক শিলাবৃষ্টির সঙ্গে চলে উত্তাল ঝড়ো হাওয়া । কিন্তু তারপরেও দেখা যায় বহু মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে সেই প্রবল দুর্যোগেও মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মদের কাউন্টারের সামনে । প্রবীণ কাশওয়ান নামের এক বনবিভাগের আধিকারিক সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন । সঙ্গে জুড়ে দিয়েছেন হরিবংশ রাই বচ্চনের একটি কবিতার লাই- ‘অগ্নিপথ, অগ্নিপথ, অগ্নিপথ’ । শুধু তাই নয় ওই সুরাপ্রেমীদের মশকরা করে তিনি যোদ্ধার সঙ্গেও তুলনা করেছেন ।
advertisement
ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনরা কেউ লিখছেন, ‘একেই বলে একাগ্রতা’, কেউ লিখেছেন, ‘অর্থনীতির যোদ্ধারা তাঁদের সেরা কাজ করছেন ।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2020 12:31 PM IST