TRENDING:

Muskan New Friend in Jail: প্রেমিককে নিয়ে স্বামীকে খুন, তার পর অন্তঃসত্ত্বা! মেরঠের জেলে মুসকানের বন্ধু এখন সঙ্গীতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরঠ: স্বামী সৌরভ রাজপুতকে খুন করে জেলবন্দি রয়েছে মেরঠের মুসকান রাস্তোগি৷ জেলে যাওয়ার পরে ধরা পড়েছে, মুসকান অন্তঃসত্ত্বা৷ ঘটনাচক্রে জেলে গিয়ে এমন এক সঙ্গীর খোঁজ পেল মুসকান, যার গল্পের সঙ্গে তার নিজের জীবন অবিকল মিলে গিয়েছে৷
জেলে মুসকানের সঙ্গী এখন সঙ্গীতা৷
জেলে মুসকানের সঙ্গী এখন সঙ্গীতা৷
advertisement

মেরঠের চৌধুরী চরণ সিং জেলে বন্দি রয়েছে মুসকান৷ সেই জেলেই মুসকানের সঙ্গে একই সেলে রয়েছে সঙ্গীতা নামে আর এক মহিলা বন্দি৷ ঘটনাচক্রে এই সঙ্গীতার বিরুদ্ধেও নিজের স্বামীকে খুন করার অভিযোগ রয়েছে৷ শুধু তাই নয়, মুসকানের মতো এই সঙ্গীতাও অন্তঃসত্ত্বা৷

জেল সূত্রে খবর, মেরঠের জেলে যাওয়ার পরই সঙ্গীতার সঙ্গে আলাপ হয় মুসকানের৷ একই সেলে থাকায় তারা পরস্পরকে নিজেদের জীবনের গল্পও ভাগ করে নেয়৷ নিজেদের স্বামীকে কেন তারা খুন করল, পরস্পরকে তা জানায় দু জনে৷

advertisement

আরও পড়ুন: স্বামীকে কুপিয়ে খুন, তার পরই প্রেমিককে ভিডিও কল নাবালিকা স্ত্রীর! মধ্যপ্রদেশে হাড় হিম করা কাণ্ড

মুসকানের মতো সঙ্গীতাও মেরঠের বাসিন্দা৷ মেরঠের থানা জানি এলাকার বাসিন্দা সে৷ নিজের স্বামী অজয় ওরফে বাবলুকে খুন করে সে৷ নিজের প্রেমিক সাহিলের সঙ্গে মিলে নৃশংস ভাবে স্বামীকে খুন করেছিল মুসকান৷ আবার সঙ্গীতাও নিজের প্রেমিকের সঙ্গে মিলেই স্বামীকে খুন করে বলে অভিযোগ৷ বিয়ের বাঁধন থেকে মুক্ত হয়ে নতুন জীবন শুরু করার তাগিদ থেকেই স্বামীকে খুনের চক্রান্ত করে তারা৷ নিজেদের জীবন এবং অপরাধের এত মিল থাকায় জেলে এখন রীতিমতো বন্ধু হয়ে উঠেছে মুসকান এবং সঙ্গীতা৷

advertisement

পুলিশ সূত্রে খবর, এ বছরের শুরুর দিকে নিজের স্বামী অজয়কে খুন করে সঙ্গীতা৷ দেহরাদুনের বাসিন্দা অজয় এত আত্মীয়ের বিয়ে উপলক্ষে মেরঠে আসে৷ তখনই নিজের প্রেমিক অবনীশকে সঙ্গে নিয়ে অজয়কে খুন করার ছক কষে সঙ্গীতা৷ সঙ্গীতা এবং অবনীশ মিলে অজয়ের সঙ্গে বসে মদ্যপান করে৷ এর পর একটি ভারী বস্তু দিয়ে অজয়ের মাথায় আঘাত করে অবনীশ৷ তার পরে অজয়কে শ্বাসরোধ করে খুন করা হয়৷ অজয়ের দেহ উদ্ধার হওয়ার পরই তদন্তে নামে পুলিশ৷ ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয় সঙ্গীতা এবং তার প্রেমিককে৷ দু জনে অপরাধের কথা স্বীকার করে নেয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু মুসকান এবং সঙ্গীতা দু জনেই অন্তঃসত্ত্বা, তাই জেলে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ শারীরিক অবস্থার জন্যই তাদের এখন জেলে কোনও কাজ করতে হচ্ছে না৷ মুসকানের প্রেমিক সাহিলের মতোই সঙ্গীতার প্রেমিক অবনীশও মেরঠের ওই একই জেলে অন্য বারাকে রয়েছে৷ মুসকানের মতোই সঙ্গীতার গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় নিয়েও জেলের মধ্যেই কৌতূহলের সৃষ্টি হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Muskan New Friend in Jail: প্রেমিককে নিয়ে স্বামীকে খুন, তার পর অন্তঃসত্ত্বা! মেরঠের জেলে মুসকানের বন্ধু এখন সঙ্গীতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল