TRENDING:

আপ কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে খুনের মামলা রুজু

Last Updated:

বুধবার উত্তর পূর্ব দিল্লির এক জঞ্জালের স্তুপ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দা দপ্তরের কর্মী অঙ্কিত শর্মার দেহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: শেষ পর্যন্ত আপ কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল দিল্লি পুলিশ৷ আপ কাউন্সিলরের বিরুদ্ধে আজ সকাল থেকেই অভিযোগ উঠেছিল, তাঁর সঙ্গী সাথীরা খুন করেছে আর হিংসায় মদত দিয়েছে৷ ঘুরিয়ে সেই অভিযোগকেই স্বীকৃতি দিল দিল্লি পুলিশ৷
advertisement

বুধবার উত্তর পূর্ব দিল্লির এক জঞ্জালের স্তুপ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দা দপ্তরের কর্মী অঙ্কিত শর্মার দেহ৷ তাই নিয়ে জাফরাবাদ এলাকায় উত্তেজনা ছিল কালও৷ কিন্তু অঙ্কিতের শর্মার বাবা একেবারে অন্য অভিযোগ করলেন৷ তাঁর অভিযোগ, আপের নেতা তাহির হুসেনের সমর্থকরাই তাঁর ছেলে অঙ্কিতকে হত্যা করেছে৷ শুধু তাই নয়, প্রথমে বেধড়ক মারা হয়েছে তাঁর ছেলেকে৷ তারপর তাঁর ছেলের মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার গুলিও করা হয়েছে৷

advertisement

যদিও, এ সবই অনুমান, দেহ এখন ময়না তদন্তে পাঠানো হয়েছে৷ প্রয়াত অঙ্কিত শর্মার প্রতিবেশীরা জানিয়েছেন, শুধু এই হত্যার সঙ্গে তাহির জড়িয়ে আছেন, এমন নয়৷ যেদিন গোলমাল হয়, সেদিন তাহিরের বাড়িই ছিল দুষ্কৃতীদের ঘাঁটি৷

সেখান থেকে পেট্রল বোমা, ইঁট ছোড়া হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয় মানুষেরা৷ তাহিরের বাড়ির ছাদে নাকি পেট্রল বোমা জড়ো করা ছিল৷ বেশ কিছু অস্ত্রও মজুদ করা ছিল৷ ঘটনার সমর্থনে একটি ভিডিও সংবাদ মাধ্যমে দিয়েছেন তাঁরা৷ সেটিতে একজনকে লাঠি হাতে দেখা যাচ্ছে৷ তবে সেটি তাহির হুসেন কি না, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এই অভিযোগের উত্তর দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন অভিযুক্ত আপ নেতা তাহির হুসেন৷ তিনি বলেছেন, ‘এটি একটি ভুয়ো ভিডিও৷ আসলে কপিল শর্মার মন্তব্যের কারণেই এত হিংসা ছড়িয়েছে৷ ওঁর কথাতেই পাথর ছোড়া চলেছে, মারামারি হয়েছে৷’

বাংলা খবর/ খবর/দেশ/
আপ কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে খুনের মামলা রুজু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল