TRENDING:

প্রতিবেশীকে কামড় সারমেয়র, চার মাসের জেল মালিকের! নির্দেশ মুম্বইয়ের আদালতের

Last Updated:

নির্দেশ দিতে গিয়ে বিচারক আরও জানান, সিসিটিভি ফুটেজ থেকেই স্পষ্ট ওই ব্যক্তি মিজের পোষ্যের প্রতিটিই যথাযথ যত্নশীল ছিলেন না অভিযুক্ত ঋষভ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অ্যাবাসনের লিফট-এর ভিতরে প্রতিবেশীকে কামড়ে দিয়েছিল পোষা সারমেয়৷ তার জন্য চার মাস জেলবন্দি থাকতে হবে পোষ্যের মালিককে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এমনই ঘটনা ঘটেছে মুম্বইয়ের ওরলির একটি আবাসনে৷ শাস্তি পাওয়া ওই ব্যক্তির নাম ঋষভ পটেল৷ আক্রান্ত ব্যক্তির নাম রমিত শাহ৷ কোনও প্রাণীকে দিয়ে ইচ্ছাকৃত ভাবে অন্য কাউকে আঘাত করার অভিযোগে মামলা দায়ের হয় পোষ্যের মালিকের বিরুদ্ধে৷

শাস্তি ঘোষণা করতে গিয়ে বিচারক স্পষ্ট জানান, অভিযুক্ত ঋষভ পটলের প্রতি অতিরিক্ত কোনওদয়া মায়া দেখাবেন না তিনি৷ আদালতে সওয়াল চলাকালীন জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি তাঁর দেড় বছরের ছেলে এবং পরিচারককে নিয়ে লিফটে করে নামছিলেন৷ মাঝপেথ পোষ্য সারমেয় নিয়ে লিফটে ওঠার চেষ্টা করেন ঋষভ পটেল৷ প্রাথমিক ভাবে রমিত শাহ নামে ওই ব্যক্তি ঋষভ পটেলেকে বলেন, যেহেতু তাঁর ছেলে একেবারেই ছোট এবং কুকুরকে ভয় পায়, তাই সারমেয় নিয়ে তিনি যেন লিফটে না ওঠেন৷

advertisement

যদিও সেই অনুরোধ উপেক্ষা করেই লিফটে ওঠেন ওই ব্যক্তি৷ এর পরই তাঁর পোষ্য সারমেয় লিফটে থাকা রমিত শাহ এবং তাঁর ছেলের উপরে চড়াও হয়৷ ছেলেকে রক্ষা করতে গিয়ে হাতের আঙুলে কামড় খান রমিত শাহ৷ অভিযোগ, এই ঘটনার পরে দুঃখপ্রকাশ করা দূরে থাক, উল্টে কেউ তাঁর কিছুই করতে পারবে না বলে হুমকি দেন ঋষভ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নির্দেশ দিতে গিয়ে বিচারক আরও জানান, সিসিটিভি ফুটেজ থেকেই স্পষ্ট ওই ব্যক্তি মিজের পোষ্যের প্রতিটিই যথাযথ যত্নশীল ছিলেন না অভিযুক্ত ঋষভ৷ কার্যত টানতে টানতে কুকুরটিকে লিফটে তোলেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিবেশীকে কামড় সারমেয়র, চার মাসের জেল মালিকের! নির্দেশ মুম্বইয়ের আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল