TRENDING:

দুর্নীতি রোধে পিছপা হন না, লন্ডনে নোটবন্দি প্রসঙ্গে মন্তব্য মোদির

Last Updated:

লন্ডনেও উঠল নোট বাতিল প্রসঙ্গ। দুর্নীতি রোধে তিনি পিছপা হন না বলে সাফ জানালেন প্রধানমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন:  লন্ডনেও উঠল নোট বাতিল প্রসঙ্গ। দুর্নীতি রোধে তিনি পিছপা হন না বলে সাফ জানালেন প্রধানমন্ত্রী। নোটবন্দির জেরে দেশবাসীকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে বলেও, কবুল করলেন মোদি।
advertisement

২০১৬-র আটই নভেম্বর প্রধানমন্ত্রীর নোটবাতিলের ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুঘলকি সিদ্ধান্তের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। নোটের লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হয়েছিল দেশবাসীকে। আমআদমির কষ্টের কথা স্বীকার করেও নিজের অবস্থানে অনড় প্রধানমন্ত্রী। ওয়েস্টমিনস্টারে ভারত কি বাত, সব কা সাথ শীর্ষক অনুষ্ঠানের মঞ্চে নরেন্দ্র মোদির সওয়াল, দেশ দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাই এই লড়াইয়ে তিনি পিছু হটবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নোটবাতিলের ক্ষত শুকোতে না শুকোতে জিএসটির ধাক্কা দেশবাসীকে আরও কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও, করফাঁকির ঘটনা সামনে আসার পর অস্বস্তি আরও বেড়েছি মোদি সরকারের। উনিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই একজোট হতে শুরু করেছে বিরোধীরা। সেকথা মাথায় রেখে ভারতবাসীর সহসনশীলতার প্রসঙ্গ টেনে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দুর্নীতি রোধে পিছপা হন না, লন্ডনে নোটবন্দি প্রসঙ্গে মন্তব্য মোদির