কংগ্রেস সভাপতি হওয়ার পর এটাই রাহুল গান্ধীর প্রথম জন্মদিন৷ তাই দিল্লিতে পার্টির সদর দফতরে সকাল থেকেই সাজ সাজ রব ৷ জন্মদিনের পোস্টারে ছয়লাপ সদর দফতর চত্ত্বর ৷ উৎসবের আনন্দে মজে নেতা ও কর্মীরা ৷ সেখানে ঢোল বাজিয়ে চলছে নাচ-গান ৷ তালে তালে নাচছেন দলের কর্মীরা ৷ নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেন তাঁরা ৷
advertisement
এ দিকে দিনের শেষে রাহুল গান্ধির জন্মদিন উপলক্ষ্যে বিশাল পার্টির আয়োজন করেছে কংগ্রেস নেতারা ৷ রাহুল গান্ধি তো বটেই কংগ্রেসের প্রথম সারির নেতারা সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে ৷ দলীয় সূত্রে খবর, আজ দলের তরফে বিশেষ বার্থ ডে পার্টির আয়োজন করা হবে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2018 11:37 AM IST