বিধানসভার ফলে কী কী সুবিধা পেতে চলেছে বিজেপি ?
- উত্তরপ্রদেশে বিধানসভার ফলে রাজনৈতিকভাবে সুবিধা বিজেপির
- ২০১৯ সালে লোকসভা ভোটে সুবিধা পাবে বিজেপি
- রাজ্যসভায় বিজেপির শক্তি বাড়ল
- বিভিন্ন বিল পাসে সুবিধা পাবে বিজেপি়-র
- অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হবে না
advertisement
- রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী বাছাইয়ে অনেকটা এগোল বিজেপি
বিজেপির এই ঐতিহাসিক ফলাফল কীভাবে? সপা-র যাদব ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে বিজেপি। ৩৩টি যাদব অধ্যুষিত আসনে এগিয়ে বিজেপি। দলিত ভোটব্যাঙ্কও দখল করেছে বিজেপি। দলিত অধ্যুষিত ৬৪টি আসনে এগিয়ে বিজেপি। সংঘ্যালঘু অধ্যুষিত ৪২টি আসনে এগিয়ে গেরুয়া শিবির।
উত্তরপ্রদেশে মোট ৪০৩ আসনে একের পর এক জায়গা থেকে এগিয়ে থাকার খবর মিলতেই হোলির আগে হোলি বিজেপি শিবিরে। সময় যত গড়িয়েছে ততই উৎসাহে ভাটা দেখা গিয়েছে বিরোধী শিবিরের মধ্যে।
শনিবার সকাল থেকেই গোটা দুনিয়ার নজর ছিল উত্তরপ্রদেশের বিধনাসভা নির্বাচনের ফলাফলের দিকে ৷ যত দিন বেড়েছে, সপা-কংগ্রেসের জোট সমীকরণকে পিছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিজেপি ৷ নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়েছে মোদির গেরুয়া ম্যাজিক ছেয়ে ফেলেছে গোটা উত্তরপ্রদেশকে ৷