মোদি এদিন ট্যুইটে সাফ জানিয়েছেন, 'হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনও বেশিদিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যাে জিনিসের শুরু হয়, তার স্থায়িত্ব অনেক কম।' আফগানিস্তানে তালিবানরাজ নিয়ে এদিন প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) এই বক্তব্যেই দিল্লি নিজের জায়গা স্পষ্ট করে দিয়েছে শুক্রবার।
এদিকে আফগানমুলুকে ঘরে ঘের ঢুকছে তালিবান, ফিরে আসছে ২০ বছর আগের দগদগে স্মৃতি। জানা গিয়েছে, আফগানিস্তানে ঘরে ঘরে ঢুকে তালিবান সদস্যরা খোঁজ করছে কোন কোন বাড়িতে আফগান সেনার সদস্যরা আছে। তল্লাসি চালানো হচ্ছে বেলাগাম। কোন বাড়িগুলিতে ন্যাটো বাহিনি কিম্বা রাষ্ট্রসংঘের দূতরা লুকিয়ে রয়েছেন সেসব খুঁটিয়ে দেখছে তালিবানি সেনা। কার্যত গোটা দেশ নরকের আকার নিয়েছে আফগানিস্তানে।
অন্যদিকে এদিন স্পষ্ট ভাষায় চিনের সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়ে দিয়েছে তালিবানরা। তারা জানিয়েছে , আফগানিস্তানের উন্নতিতে চিনকে তারা আহ্বান করতে চায়। কারণ চিনের অর্থনীতি খুবই ভালো ও বৃহৎ। তাতে আফগানিস্তানের উন্নতি হবে।