TRENDING:

সিকিম সফরে প্রধানমন্ত্রী মোদি

Last Updated:

সোমবার দু’দিনের সিকিম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রথমবার সিকিমের পাহাড়ি পথে পা রাখবেন মোদি ৷ প্রধানমন্ত্রীর সফরের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাহাড়ি রাজ্য। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে তৈরি ছোট্ট রাজ্য সিকিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গ্যাংটক: সোমবার দু’দিনের সিকিম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রথমবার সিকিমের পাহাড়ি পথে পা রাখবেন মোদি ৷ প্রধানমন্ত্রীর সফরের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাহাড়ি রাজ্য। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে তৈরি ছোট্ট রাজ্য সিকিম। আজ দুপুর তিনটেয় গ্যাংটক পৌছবেন মোদী। রিজ পার্কে পুষ্প প্রদর্শনী দেখবেন। থাকবেন ঘণ্টাখানেক। মোদির জন্য সেজে উঠবে সিকিের অরগ্যানিক বাগান ৷ যেখানে গাছ দিয়ে বানানো হবে ‘স্লিপিং বুদ্ধ’ ও ‘গণেশ’-এর অবয়ব ৷
advertisement

বিকেল চারটেয় চিন্তন ভবনে তাঁকে অভ্যর্থনা জানানো হবে। সন্ধে ছটায় সেখান থেকে রাজভবনে যাবেন তিনি। এরপর আজকের দিনটা বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। আগামিকাল মোদী যাবেন স্থানীয় বিখ্যাত সারামসা পার্কে। সিকিমের বিভিন্ন জৈব উপাদান সেখানে খতিয়ে দেখবেন। সিকিমকে এই দেশের প্রথম জৈব রাজ্য হিসাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
সিকিম সফরে প্রধানমন্ত্রী মোদি