TRENDING:

Mumbai Murder: লিভ ইন পার্টনারকে খুন! তারপরে সারমেয়দের খাওয়ানো হল দেহের টুকরো, বীভৎস ঘটনা মুম্বইয়ে

Last Updated:

মুম্বইযের চারনি রোডের এক গার্লস হস্টেল থেকে গত মঙ্গলবারই এক তরুণীর দেহ উদ্ধার হয়েছিল৷ তাঁকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল৷ ট্রেনের রেললাইনের ধারে উদ্ধার হয় অভিযুক্তের দেহ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্র: মুম্বইয়ের চারনি রোড হত্যাকাণ্ডের পরে দুদিনও কাটেনি৷ আরও এক খুনের ঘটনায় স্তম্ভিত দেশের এই বাণিজ্যনগরী৷ নিজের লিভ ইন পার্টনারকে খুন করে টুকরো টুকরো করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মীরা রোড এলাকায়৷
advertisement

বছর ছাপান্নর মনোজ সাহানি নামের ওই ব্যক্তিকে তাঁর লিভ ইন পার্টনারকে খুনের অভিযোগে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ৷ মহিলার শরীরের শুধু পায়ের অংশই উদ্ধার করতে পেরেছে পুলিশ৷ বাকি অংশ অভিযুক্ত টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ৷

আরও পড়ুন: সামনেই তো ভোট! আদি-নব্য দ্বন্দ্বে ঘোচাতে এবার অভিনব পরিকল্পনা, ‘ভোজ’-এর বিশাল আয়োজন

advertisement

শুধু তাই নয়, গত তিন চারদিন ধরে অভিযুক্ত মনোজকে এলাকার পথকুকুরদের খাওয়াতে দেখা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছে পুলিশ৷ প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মনে করছে, সঙ্গীকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে সে পথকুকুরদের খাইয়ে দিয়েছে৷

advertisement

আরও পড়ুন: হস্টেলে ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ, তারপর গলায় ওড়না জড়িয়ে খুন, তারপরে কী করল সিকিওরিটি গার্ড? বীভৎস কাণ্ড 

পুলিশের ধারণা গত রবিবার সম্ভবত, সরস্বতী বৈদ্যা নামের ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করে মনোজ৷ তারপরে তার দেহ করাত দিয়ে টুকরো টুকরো করে৷ যে করাত দিয়ে মনোজ এই ভয়াবহ কাজটা করেছিল, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ গত তিন বছর ধরে মনোজ সাহানি সরস্বতীর সঙ্গে গীতা নগরের একটি ফ্ল্যাটে বসবাস করছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মুম্বইয়ের চারনি রোডের এক গার্লস হস্টেল থেকে গত মঙ্গলবারই এক তরুণীর দেহ উদ্ধার হয়েছিল৷ তাঁকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল৷ ট্রেনের রেললাইনের ধারে উদ্ধার হয় অভিযুক্তের দেহ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Murder: লিভ ইন পার্টনারকে খুন! তারপরে সারমেয়দের খাওয়ানো হল দেহের টুকরো, বীভৎস ঘটনা মুম্বইয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল