বছর ছাপান্নর মনোজ সাহানি নামের ওই ব্যক্তিকে তাঁর লিভ ইন পার্টনারকে খুনের অভিযোগে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ৷ মহিলার শরীরের শুধু পায়ের অংশই উদ্ধার করতে পেরেছে পুলিশ৷ বাকি অংশ অভিযুক্ত টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ৷
আরও পড়ুন: সামনেই তো ভোট! আদি-নব্য দ্বন্দ্বে ঘোচাতে এবার অভিনব পরিকল্পনা, ‘ভোজ’-এর বিশাল আয়োজন
advertisement
শুধু তাই নয়, গত তিন চারদিন ধরে অভিযুক্ত মনোজকে এলাকার পথকুকুরদের খাওয়াতে দেখা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছে পুলিশ৷ প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মনে করছে, সঙ্গীকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে সে পথকুকুরদের খাইয়ে দিয়েছে৷
পুলিশের ধারণা গত রবিবার সম্ভবত, সরস্বতী বৈদ্যা নামের ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করে মনোজ৷ তারপরে তার দেহ করাত দিয়ে টুকরো টুকরো করে৷ যে করাত দিয়ে মনোজ এই ভয়াবহ কাজটা করেছিল, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ গত তিন বছর ধরে মনোজ সাহানি সরস্বতীর সঙ্গে গীতা নগরের একটি ফ্ল্যাটে বসবাস করছিল৷
মুম্বইয়ের চারনি রোডের এক গার্লস হস্টেল থেকে গত মঙ্গলবারই এক তরুণীর দেহ উদ্ধার হয়েছিল৷ তাঁকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল৷ ট্রেনের রেললাইনের ধারে উদ্ধার হয় অভিযুক্তের দেহ৷