দিল্লি সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দাদরি-২ ও উঞ্চাহার পাওয়ার স্টেশনের থেকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই দিল্লির গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র যেমন দিল্লি মেট্রো, হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দিতে পারে। দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিদ্যুৎকেন্দ্রগুলি থেকে দিল্লির মোট প্রয়োজনীয় বিদ্যুতের ২৫-৩০ শতাংশ সরবরাহ করা হয়। সেখানেই কয়লার ঘাটতি দেখা দিচ্ছে।
advertisement
আরও পড়ুন: এই কারণগুলির জন্যই কংগ্রেস-প্রশান্ত কিশোর 'বিচ্ছেদ'! কী এমন চেয়েছিলেন এই ভোটকুশলী?
সত্যেন্দ্র জৈন বলেছেন, এই বিদ্যুৎকেন্দ্রগুলি দিল্লির কয়েকটি অংশকে ব্ল্যাক আউট হওয়া থেকে কার্যত রক্ষা করে। পাশাপাশি, দিল্লি মেট্রোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কাজেও সাহায্য করে এই কেন্দ্রগুলি। পাশাপাশি, এগুলি দিল্লির বিভিন্ন হাসপাতালেও বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেয়। গরম অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুতের চাহিদা, সেই চাহিদা পুরণ করে নিয়মিত পরিষেবা পৌঁছে দিতে গেলে কয়লার ঘাটতিও পুরণ করতে হবে।
আরও পড়ুন: দুই সন্তানের মা আত্মঘাতী বিস্ফোরক বেঁধেছিলেন শরীরে, করাচির বিস্ফোরণের নেপথ্যে থাকা মহিলা চমকে দেবেন
জাতীয় পাওয়ার পোর্টালে কয়লার যে পরিমাণ উল্লেখ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ কয়লার ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি দেশের একটা বড় অংশে তাপপ্রবাহের কারণে বেড়ে বিদ্যুতের চাহিদা। সেই চাহিদা পুরণে কার্যত ব্যর্থ হতে পারে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি।