TRENDING:

Meghalaya Assembly Election: মহিলাদের মাসে ১০০০ টাকা! মেঘালয়ে আজ ইস্তাহার প্রকাশ তৃণমূলের

Last Updated:

Meghalaya Assembly Election: ইস্তাহারে গুরুত্ব পেতে চলেছে সীমান্ত সমস্যা, কর্মসংস্থান ও স্বাস্থ্য। এছাড়া গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের স্থানীয় ইস্যুকেও তুলে ধরা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলং: মেঘালয় বিধানসভা নির্বাচনের জন্য মঙ্গলবার ভোটের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে বিধানসভা ভোটের সব আসনেই লড়ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে WE কার্ড ও MYE কার্ড। ইস্তাহারে গুরুত্ব পেতে চলেছে সীমান্ত সমস্যা, কর্মসংস্থান ও স্বাস্থ্য। এছাড়া গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের স্থানীয় ইস্যুকেও তুলে ধরা হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
advertisement

ভিশন ডকুমেন্টস নামে এই ইস্তাহার প্রকাশ করবেন অভিষেক বন্দোপাধ্যায়। ভোটে জিতলেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, কার্যত এই প্রতিশ্রুতি দিয়েই মেঘালয়ে প্রচারাভিযান শুরু করেছে তৃণমূল। তৃণমূল  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে তা ঘোষণা করা হয়। সংগঠনকে মজবুত করার উদ্দেশে ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যে গিয়েছিলেন মমতা ও অভিষেক।

advertisement

সে রাজ্যের আতিথেয়তায় মুগ্ধ বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি আশাবাদী মেঘালয়ে তৃণমূলের সংগঠন নিয়েও।

সেখানেই মহিলাদের জন্য বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে We Card চালু করেছিলেন। আর এক সপ্তাহের মধ্যেই এই পরিষেবা পাওয়ার জন্য দশ হাজারের বেশি মহিলা আবেদন জানিয়েছেন বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস মেঘালয়ে ক্ষমতায় আসলে সব মহিলাদের We Card এর মাধ্যমে মাসিক ১০০০ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

advertisement

আরও পড়ুন, কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়ল, আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

আরও পড়ুন, যা রটেছিল, তা ঘটল না! প্রণবপুত্র নন, সাগরদিঘিতে দেবাশিসই তৃণমূলের ভরসা

মমতা বন্দোপাধ্যায় তাঁর মেঘালয় সফরে জানিয়েছিলেন, ‘‘আমাদের যাত্রা শুরু হল। এই রাজ্য আগামী দিনে এক গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’’ বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে তৃণমূল। এর মধ্যে ঘাসফুলের শিবিরের মূল লক্ষ্য দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। সামনেই ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Assembly Election: মহিলাদের মাসে ১০০০ টাকা! মেঘালয়ে আজ ইস্তাহার প্রকাশ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল