TRENDING:

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, 'মেরঠের মুসকানের' নাচের ভাইরাল ভিডিও আসলে পুরো 'মিথ্যে'

Last Updated:

মেয়েটিকে মিরাট খুনের মামলার মিরাট খুনের মামলার মুসকান রাস্তোগি ভাবছেন। মুসকান, যার বিরুদ্ধে তার স্বামী সৌরভকে প্রেমিকের সঙ্গে মিলে খুনের অভিযোগ রয়েছে। ভাইরাল ভিডিওটিতে সৌরভ এবং মুসকানের ছবির একটি কোলাজও রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Fact Checked by Aaj Tak
News18
News18
advertisement

সোনিপথ: কালো পোশাক পরে ‘মেরে রাশক-এ-কমার’ গানের তালে নাচতে দেখা যাওয়া একটি মেয়েটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কেউ কেউ এই মেয়েটিকে মেরঠ খুনের মামলার মিরাট খুনের মামলার মুসকান রাস্তোগি ভাবছেন। মুসকান, যার বিরুদ্ধে তার স্বামী সৌরভকে প্রেমিকের সঙ্গে মিলে খুনের অভিযোগ রয়েছে। ভাইরাল ভিডিওটিতে সৌরভ এবং মুসকানের ছবির একটি কোলাজও রয়েছে।

advertisement

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, “মনে করে দেখো, এটা সেই মুসকান রাস্তোগি যে তার স্বামীকে ১৫ টুকরো করে কেটেছে।” এছাড়াও ভিডিওটিতে একটি লেখাও লেখা আছে, “যে ডাইনি সৌরভ রাজপুতকে হত্যা করেছিল।”

আজ তক ফ্যাক্ট চেকে দেখা গেছে যে ভিডিওতে নাচতে থাকা মেয়েটি মুসকান রাস্তোগি নন, বরং একজন রূপান্তরকামী পলক সাইনি। পলক হরিয়ানার সোনিপতের একজন ডিজিটাল ক্রিয়েটর।

advertisement

ভাইরাল ভিডিওটির কি ফ্রেমগুলি রিভার্স সার্চ করার সময়, পলক সাইনি নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেটি পাওয়া গিয়েছে। এই অ্যাকাউন্টে কালো পোশাক পরা মহিলার আরও অনেক ভিডিও দেখা যাবে।

আরও পড়ুন ভারতের মাটিতে বসে আমেরিকার ‘টপ বস’-এর সঙ্গে বৈঠক শেখ হাসিনার? আসল খবরটা জেনে নিন

আরও তথ্যের পাওয়ার জন্য পলকের সঙ্গে কথা বলা হয়। তিনি জানান যে ভাইরাল ভিডিওটি তার। পলক একজন ট্রান্স মহিলা এবং হরিয়ানার সোনিপতে থাকেন। তিনি একজন ভিডিও নির্মাতা এবং নৃত্য অনুষ্ঠান করেন। তিনি জানান যে তার এই ভিডিওটি কোটার এক অনুষ্ঠানের। ভিডিওতে দেখা যাওয়া অন্য ট্রান্স মহিলা হলেন তার সঙ্গী মোনা।

advertisement

আসলে, উত্তর প্রদেশের মেরঠে সৌরভ রাজপুত নামে এক যুবকের খুনের এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগি তার প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে মিলে সৌরভকে হত্যা করেছেন। এবং তারপর দেহটি টুকরো টুকরো করে কেটে সিমেন্ট দিয়ে একটি ড্রামে সিল করে দেওয়া হয়েছিল। বর্তমানে দু’জনেই পুলিশ হেফাজতে রয়েছেন। মুসকানের বাবা-মা তাদের মেয়েকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন। এটা স্পষ্ট যে কালো পোশাক পরে নাচছেন এমন মহিলা মুসকান রাস্তোগি নন, তিনি সোনিপতের পলক সাইনি।

advertisement

Attribution: This story was originally published at Aaj Tak

Original Link: https://www.aajtak.in/fact-check/story/fact-check-muskan-rastogi-viral-video-claim-is-fake-saurabh-murder-case-ntc-dskc-2197182-2025-03-22

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Republished by News18 Bangla.com as part of the Shakti Collective

বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, 'মেরঠের মুসকানের' নাচের ভাইরাল ভিডিও আসলে পুরো 'মিথ্যে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল