TRENDING:

Meerut Husband Murder Update: স্বামীর দেহ ১৫ টুকরো করে প্রেমিকের সঙ্গে মানালিতে! কীভাবে পুলিশের জালে মার্চেন্ট নেভির অফিসারের স্ত্রী?

Last Updated:

গত ২৮ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিরাট: প্রেম করে বিয়ে, ফুটফুটে কন্যাসন্তান৷ দম্পতির সুখী জীবনে হঠাৎই ফাটল ধরালো স্ত্রীর পরকীয়া৷ তাও আবার স্বামীরই বন্ধুর সঙ্গে৷ যার জেরে সেই প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীকে খুন করে তাঁর দেহ ১৫ টুকরো করলেন স্ত্রী৷ তার পর সেই দেহাংশ একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে প্রেমিককে নিয়ে মানালিতে বেড়াতে চলে যায় ওই তরুণী৷
নিহত সৌরভ রাজপুত এবং তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি৷
নিহত সৌরভ রাজপুত এবং তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি৷
advertisement

উত্তর প্রদেশের মিরাটে সম্পর্কের টানাপোড়েনে হাড় হিম করা এমনই এক হত্যাকাণ্ডের রহস্যভেদ করেছে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিককে৷ পেশায় মার্চেন্ট নেভির অফিসার মৃত ওই যুবকের নাম সৌরভ রাজপুত৷ তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে গ্রেফতার করেছে পুলিশ৷

আরও পড়ুন: ‘সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক’, বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা

advertisement

প্রেম করে বিয়ে, সুখের সংসারে কীভাবে ফাটল?

মিরাটের ইন্দিরা নগরের বাসিন্দা পেশায় মার্চেন্ট নেভির অফিসার সৌরভ ২০১৬ সালে প্রেম করেই মুসকান নামে ওই তরুণীকে বিয়ে করেন৷ নববিবাহিতা স্ত্রীকে সময় দিতে মার্চেন্ট নেভির চাকরিও ছেড়ে দেন তিনি৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সৌরভের পরিবার৷ স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে আসেন সৌরভ৷ ২০১৯ সালে একটি কন্যাসন্তান হয় তাঁদের৷ মেয়ে হওয়ার পরই সৌরভ জানতে পারেন, তাঁর নিজের বন্ধু সাহিলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী৷ এর পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ অশান্তির জেরে ফের মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বাইরে চলে যান সৌরভ৷

advertisement

মেয়ের জন্মদিনে বাড়িতে এসে খুন

গত ২৮ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷ তখনই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সৌরভের স্ত্রী৷গত ৪ মার্চ সৌরভের খাবারের সঙ্গে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় মুসকান৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷ এর পর ওই যুবকের দেহ টুকরো টুকরো করে কাটে সৌরভের স্ত্রী এবং তার প্রেমিক৷ টুকরো টুকরো করা সেই দেহাংশ একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় তারা৷

advertisement

স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে মানালিতে

বাড়ির লোকজন এবং পরিচিতরা খোঁজ করলে মুসকান জানায়, সৌরভ মানালি বেড়াতে গিয়েছে৷ এর পর নিজের প্রেমিক সাহিলকে নিয়ে মানালি চলে যায় সৌরভের স্ত্রী৷ সেখানে গিয়ে সৌরভের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মানালির ছবি পোস্ট করতে থাকে দু জনে৷ কিন্তু সৌরভের পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে ফোনে পাচ্ছিলেন না৷ এর পরই মৃত যুবকের পরিবার পুলিশের দ্বারস্থ হয়৷

advertisement

কীভাবে খুনের ষড়যন্ত্র ফাঁস করল পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তদন্তে নেমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে সৌরভের স্ত্রী এবং তার প্রেমিকের উপরেই৷ দু জনকে আটকে করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ দু জনের বয়ানেই ধরা পড়ে অসঙ্গতি৷ শেষ পর্যন্ত পুলিশ চাপ দিতেই অপরাধের কথা কবুল করে দু জনে৷ এর পরই মৃত যুবকের দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷ সৌরভের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Husband Murder Update: স্বামীর দেহ ১৫ টুকরো করে প্রেমিকের সঙ্গে মানালিতে! কীভাবে পুলিশের জালে মার্চেন্ট নেভির অফিসারের স্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল