TRENDING:

পোষ্যদের জন্য রুটি বানাতে অস্বীকার, মিরাটে বোনকে গুলি করে হত্যা ব্যক্তির

Last Updated:

সেদিন রুটি বানাতে অস্বীকার করে অভিযুক্তের বোন। আর সেটাই হয় কাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মিরাট: ঘটনাটা চমকে দেওয়ার মতো। শুনতে অবাক লাগলেও সত্যি। পোষ্যদের জন্য রুটি বানাতে অস্বীকার করায় নিজের বোনকে গুলি করে হত্যা করল মিরাটের এক ব্যক্তি। গতকালই (সোমবার) গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আশিষকে। উত্তরপ্রদেশের মিরাটের ভবনপুর এলাকার ঘটনা।
advertisement

মিরাটের এই অভিযুক্তের বয়স ২৫ বছর। মোট ২০টি কুকুর পুষেছিলেন তিনি। এই পোষ্যগুলির খাওয়ার তালিকাও লম্বা। এর জেরে প্রতিদিন ঝামেলা পোহাতে হত অভিযুক্তের বোনকে। কারণ রোজই এই ২০টি কুকুরের জন্য তার বোনকে রুটি বানানোর কথা বলত অভিযুক্ত। প্রথমের দিকে তা মেনে নিয়েছিল বোন। কিন্তু পরের দিকে বিষয়টি অসহ্য হয়ে ওঠে। কারণ এতগুলি কুকুরের জন্য এত পরিমাণ রুটি বানানো খুব একটা সোজা কাজ ছিল না। আর বেশিদিন সেই বিরক্তি পুষে রাখতে পারেননি যুবতি।

advertisement

advertisement

প্রতিদিনের মতোই দিন কয়েক আগে তার বোনকে পোষ্যদের জন্য রুটি বানানোর কথা বলে অভিযুক্ত। কিন্তু সেদিন রুটি বানাতে অস্বীকার করে অভিযুক্তের বোন। আর সেটাই কাল হয়। বোনকে রুটি বানানোর জন্য জোর করতে শুরু করে তাঁর দাদা। প্রথমে বচসা বাঁধে। পরে বচসা চরমে ওঠে। রাগের মাথায় বন্দুক বের করে বোনকে গুলি করে দেয় আশিষ। মৃত্যু হয় বোনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একই কথা জানিয়েছেন এলাকার SP কেশব কুমার। তিনি জানিয়েছেন, বোন রুটি বানাতে অস্বীকার করায় এই খুনের ঘটনা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গেছে, বোনের মাথায় ও বুকে গুলি করেছে অভিযুক্ত আশিষ। দফায় দফায় জেরা চলছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। শীঘ্রই ঘটনার সম্পূর্ণ তদন্ত শেষ হবে বলে জানিয়েছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পোষ্যদের জন্য রুটি বানাতে অস্বীকার, মিরাটে বোনকে গুলি করে হত্যা ব্যক্তির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল