TRENDING:

Cannabis: এলইডি আলো, ফ্যানের সাহায্যে প্লাস্টিকের আড়ালে ঘরেই গাঁজা চাষ করে বিক্রি! গ্রেফতার ডাক্তারি পড়ুয়া

Last Updated:

Cannabis: বিঘ্নরাজের উদ্ভাবনী ক্ষমতায় হতবাক পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাড়ার ঘরে গাঁজা চাষ করে বিক্রিতে অভিযুক্ত এক ডাক্তারি পড়ুয়া৷ চাঞ্চল্যকর এই ঘটনা কর্নাটকের শিবমোগ্গা জেলার৷ বেসরকারি মেডিক্যাল কলেজের অভিযুক্ত ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে মেডিক্যাল কলেজে পড়ার সময় শিবমোগ্গায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন বিঘ্নরাজ নামে ওই তরুণ৷ সেখানেই ঘরের ভিতর অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ২৮ বছর বয়সি ওই যুবক গাঁজা চাষ করছিলেন৷ এই ঘটনায় গ্রেফতার পান্ডিডোরাই এবং বিনোদকুমার নামে আরও দু’জন৷ তাঁরা গাঁজা বিক্রির কাজে বিঘ্নরাজকে সাহায্য করতেন বলে পুলিশের দাবি৷
advertisement

বিঘ্নরাজের উদ্ভাবনী ক্ষমতায় হতবাক পুলিশ৷ অভিযোগ, ঘরের ভিতরে প্লাস্টিকের ঘেরাটোপে এলইডি আলো, ফ্যানের সাহায্যে উপযুক্ত পরিবেশ তৈরি করেন বিঘ্নরাজ৷ সেখানেই টবে চাষ করছিলেন গঞ্জিকার৷ তাঁর কাছ থেকে মোট ৪২ হাজার টাকার ঘরে তৈরি গাঁজা, চরস এবং গাঁজার তেল উদ্ধার করা হয়েছে৷ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চাষের কাজে ব্যবহৃত আলো, পাখা এবং নগদ ১৯ হাজার টাকা৷ পুলিশের দাবি, আদতে তামিলনাড়ুর বাসিন্দা বিঘ্নরাজ গত সাড়ে তিন মাস ধরে গাঁজার কারবার চালাচ্ছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশের তরফে বলা হয়েছে, ‘‘বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্র বিঘ্নরাজ তাঁর বাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে গাঁজা চাষ করছিলেন৷ তাঁর দুই সহযোগী সাহায্য করত গাঁজা বিক্রিতে৷ অভিযুক্তদের কাছ থেকে ২২৭ গ্রাম গাঁজা, ১.৫৩ গ্রাম কাঁচা গাঁজা, ১০ গ্রাম চরস এবং এক শিশি গাঁজার বীজ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Cannabis: এলইডি আলো, ফ্যানের সাহায্যে প্লাস্টিকের আড়ালে ঘরেই গাঁজা চাষ করে বিক্রি! গ্রেফতার ডাক্তারি পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল