বিঘ্নরাজের উদ্ভাবনী ক্ষমতায় হতবাক পুলিশ৷ অভিযোগ, ঘরের ভিতরে প্লাস্টিকের ঘেরাটোপে এলইডি আলো, ফ্যানের সাহায্যে উপযুক্ত পরিবেশ তৈরি করেন বিঘ্নরাজ৷ সেখানেই টবে চাষ করছিলেন গঞ্জিকার৷ তাঁর কাছ থেকে মোট ৪২ হাজার টাকার ঘরে তৈরি গাঁজা, চরস এবং গাঁজার তেল উদ্ধার করা হয়েছে৷ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চাষের কাজে ব্যবহৃত আলো, পাখা এবং নগদ ১৯ হাজার টাকা৷ পুলিশের দাবি, আদতে তামিলনাড়ুর বাসিন্দা বিঘ্নরাজ গত সাড়ে তিন মাস ধরে গাঁজার কারবার চালাচ্ছিলেন৷
advertisement
পুলিশের তরফে বলা হয়েছে, ‘‘বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্র বিঘ্নরাজ তাঁর বাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে গাঁজা চাষ করছিলেন৷ তাঁর দুই সহযোগী সাহায্য করত গাঁজা বিক্রিতে৷ অভিযুক্তদের কাছ থেকে ২২৭ গ্রাম গাঁজা, ১.৫৩ গ্রাম কাঁচা গাঁজা, ১০ গ্রাম চরস এবং এক শিশি গাঁজার বীজ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 4:25 PM IST