কেরলের এমবিএ পাশ যুবককে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু ৩১ বছর বয়সী সেই যুবক জানিয়ে দিলেন, তিনি বিজেপির প্রার্থী হতে চান না। চারপাশে যখন প্রার্থী হওয়ার জন্য ঠেলাঠেলি, তখন যেন দেশের রাজনৈতিক মহলে উদাহরণ সেই যুবক।
জেলার বাড়িমানত সিটে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কেরলের তফশিলি জাতির প্রতিনিধি হিসেবে তাঁকে তুলে ধরতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি। কেরালায় বিজেপির অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। তাই পিছিয়ে থাকা সম্প্রদায়ের যুবক মনিকুট্টনকে প্রার্থী করে জনগণের ভরসা আদায় করতে চেয়েছিল গেরুয়া শিবির।
advertisement
গত রবিবার প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। সেই সময় মণিকুট্টনের নামও ঘোষণা করা হয় পার্টির তরফে। টিভিতে বিজেপি প্রার্থী হিসেবে নিজের নাম দেখে অবাক হয়ে যান তিনি। তারপরই সংবাদমাধ্যমের সামনে বলেন, বিজেপি আমাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বলে আমি তাদের ধন্যবাদ জানাই। কিন্তু আমি ফোনে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি, প্রার্থী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই।
কেন প্রার্থী হতে চান না তিনি! যুবকের দাবি, তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমবিএ পাশ করার পর আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই দেশসেবা করতে চান তিনি। চাকরি করতে চান। পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তাই প্রার্থী হতে চান না। উল্লেখ্য, ২০১৬ সালে কেরলে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তিনি। কিন্তু এবার রাজনীতি থেকে মুখ ফেরাতে চান।