TRENDING:

Relationship: প্রতিবেশী বিধবা মহিলার বাড়ি থেকে ফিরেই চরম সিদ্ধান্ত, স্বামীর অবস্থা দেখে সংজ্ঞাহীন স্ত্রী!কী ঘটল বারাণসীতে?

Last Updated:

মৃতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিনি দেখেন বাড়িরে একটি ঘরের জানলা ভিতর থেকে বন্ধ৷ ওই জানলা খুলতেই ভিতরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিবেশী বিধবা মহিলার সঙ্গে সম্পর্ক৷ তাঁর পাশে দাঁড়াতেই হয়ে গিয়েছিল প্রচুর ঋণ৷ আর সেই ঋণের চাপেই আত্মঘাতী হলেন এক বিবাহিত যুবক৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বারাণসীতে৷ মৃত ওই যুবকের নাম মুন্না লাল মৌর্য (৩৮)৷ বারণসীর সারনাথের হাবেলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন ওই যুবক৷

মৃত যুবকের দাদা জানিয়েছেন, বৃহস্পতিবার মুন্না লাল নামে ওই যুবক আত্মঘাতী হন৷ বাড়িতেই গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করে দেন তিনি৷ স্বামীকে ওই অবস্থায় দেখে সংজ্ঞাহীন হয়ে পড়েন মৃতের স্ত্রী৷ প্রতিবেশী একজনের বাড়িতে রুপোর গয়নার কারিগর হিসেবে কাজ করতেন ওই যুবক৷

advertisement

মৃতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিনি দেখেন বাড়িরে একটি ঘরের জানলা ভিতর থেকে বন্ধ৷ ওই জানলা খুলতেই ভিতরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি৷ চঞ্চলা নামে ওই তরুণীর দাবি, স্বামীর সঙ্গে তাঁর কোনও ধরনের বচসা বা মতবিরোধ হয়নি৷

যদিও মৃতের দাদার বয়ান থেকেই মুন্না লাল নামে ওই যুবকের অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে৷ মৃতের দাদার দাবি, যে বাড়িতে মুন্না রুপোর গয়নার কাজ করতেন, সেখানকার বাসিন্দা বাসন্তী নামে এক বিধবা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর৷ এমন কি, সারাদিন ওই বাড়িতেই থাকতেন মুন্না৷ খাওয়া দাওয়াও সেখানেই করতেন৷ শুধু রাতে ঘুমোতে বাড়ি আসতেন৷ বিধবা ওই মহিলাকে সাহায্য করতে মুন্না একাধিক ঋণও নিয়েছিলেন বলে দাবি তাঁর দাদার৷ সেই সমস্ত ধার শোধ করার জন্য চাপ বাড়ছিল তাঁর উপরে৷ সাত বছর আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়েছিল৷ এ সব নিয়েই দুই পরিবারের মধ্যে সমস্যাও তৈরি হয়েছিল বলে খবর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনার দিন সকালেও প্রতিবেশী ওই বিধবা মহিলার সঙ্গে দেখা করতে যান মুন্না লাল নামে ওই যুবক৷ এর পরই আত্মঘাতী হন তিনি৷ প্রতিবেশীরা জানিয়েছেন, মৃত বাবাকে আঁকড়ে ধরে মুন্না লালের ৯ বছরের ছেলে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা, ওঠো৷ স্বামীর এই পরিণতি দেখে সংজ্ঞাহীন হয়ে পড়েন মুন্না লালের স্ত্রী৷ পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন প্রতিবেশীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Relationship: প্রতিবেশী বিধবা মহিলার বাড়ি থেকে ফিরেই চরম সিদ্ধান্ত, স্বামীর অবস্থা দেখে সংজ্ঞাহীন স্ত্রী!কী ঘটল বারাণসীতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল