TRENDING:

Relationship: প্রতিবেশী বিধবা মহিলার বাড়ি থেকে ফিরেই চরম সিদ্ধান্ত, স্বামীর অবস্থা দেখে সংজ্ঞাহীন স্ত্রী!কী ঘটল বারাণসীতে?

Last Updated:

মৃতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিনি দেখেন বাড়িরে একটি ঘরের জানলা ভিতর থেকে বন্ধ৷ ওই জানলা খুলতেই ভিতরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিবেশী বিধবা মহিলার সঙ্গে সম্পর্ক৷ তাঁর পাশে দাঁড়াতেই হয়ে গিয়েছিল প্রচুর ঋণ৷ আর সেই ঋণের চাপেই আত্মঘাতী হলেন এক বিবাহিত যুবক৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বারাণসীতে৷ মৃত ওই যুবকের নাম মুন্না লাল মৌর্য (৩৮)৷ বারণসীর সারনাথের হাবেলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন ওই যুবক৷

মৃত যুবকের দাদা জানিয়েছেন, বৃহস্পতিবার মুন্না লাল নামে ওই যুবক আত্মঘাতী হন৷ বাড়িতেই গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করে দেন তিনি৷ স্বামীকে ওই অবস্থায় দেখে সংজ্ঞাহীন হয়ে পড়েন মৃতের স্ত্রী৷ প্রতিবেশী একজনের বাড়িতে রুপোর গয়নার কারিগর হিসেবে কাজ করতেন ওই যুবক৷

advertisement

মৃতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিনি দেখেন বাড়িরে একটি ঘরের জানলা ভিতর থেকে বন্ধ৷ ওই জানলা খুলতেই ভিতরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি৷ চঞ্চলা নামে ওই তরুণীর দাবি, স্বামীর সঙ্গে তাঁর কোনও ধরনের বচসা বা মতবিরোধ হয়নি৷

যদিও মৃতের দাদার বয়ান থেকেই মুন্না লাল নামে ওই যুবকের অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে৷ মৃতের দাদার দাবি, যে বাড়িতে মুন্না রুপোর গয়নার কাজ করতেন, সেখানকার বাসিন্দা বাসন্তী নামে এক বিধবা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর৷ এমন কি, সারাদিন ওই বাড়িতেই থাকতেন মুন্না৷ খাওয়া দাওয়াও সেখানেই করতেন৷ শুধু রাতে ঘুমোতে বাড়ি আসতেন৷ বিধবা ওই মহিলাকে সাহায্য করতে মুন্না একাধিক ঋণও নিয়েছিলেন বলে দাবি তাঁর দাদার৷ সেই সমস্ত ধার শোধ করার জন্য চাপ বাড়ছিল তাঁর উপরে৷ সাত বছর আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়েছিল৷ এ সব নিয়েই দুই পরিবারের মধ্যে সমস্যাও তৈরি হয়েছিল বলে খবর৷

advertisement

ঘটনার দিন সকালেও প্রতিবেশী ওই বিধবা মহিলার সঙ্গে দেখা করতে যান মুন্না লাল নামে ওই যুবক৷ এর পরই আত্মঘাতী হন তিনি৷ প্রতিবেশীরা জানিয়েছেন, মৃত বাবাকে আঁকড়ে ধরে মুন্না লালের ৯ বছরের ছেলে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা, ওঠো৷ স্বামীর এই পরিণতি দেখে সংজ্ঞাহীন হয়ে পড়েন মুন্না লালের স্ত্রী৷ পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন প্রতিবেশীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Relationship: প্রতিবেশী বিধবা মহিলার বাড়ি থেকে ফিরেই চরম সিদ্ধান্ত, স্বামীর অবস্থা দেখে সংজ্ঞাহীন স্ত্রী!কী ঘটল বারাণসীতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল