TRENDING:

প্যাংক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত মনোহর পারিক্কর, জানালেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী

Last Updated:

তবে, পারিক্করের শারিরীক অসুস্থতা নিয়ে গোয়া সরকারের উপর চাপ বাড়াচ্ছিল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা উচিত ৷ এমন দাবি নিয়ে সম্ভবত আদালতের দ্বারস্থ হবে কংগ্রেস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল ৷ ভাল নেই মুখ্যমন্ত্রীর শরীর ৷ প্যাংক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর ৷ সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেন, অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত পারিক্কর ৷ তাঁর নিজের বাসভবনেই রয়েছেন তিনি আপনজনদের সঙ্গে ৷
advertisement

ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছেন পারিক্কর ৷ গত ১৪ অক্টোবর তাঁকে দিল্লির এইমস থেকে রিলিজ করে দেওয়া হয় ৷ তারপর থেকে নিজের বাসভবনের একটি ঘরে বিছানায় শয্যাশায়ী মনোহর পারিক্কর ৷ অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি মারফত তাকে বাঁচিয়ে রাখা হয়েছে ৷ ২৪ ঘণ্টাই তাঁকে দেখভালের জন্য রয়েছেন নার্স ৷

তবে, পারিক্করের শারিরীক অসুস্থতা নিয়ে গোয়া সরকারের উপর চাপ বাড়াচ্ছিল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা উচিত ৷ এমন দাবি নিয়ে সম্ভবত আদালতের দ্বারস্থ হবে কংগ্রেস ৷ একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন কংগ্রেস দলের মুখপাত্র জিতেন্দ্র দেশপ্রভু ৷ তিনি বলেন, ‘মেডিকেল বুলেটিন প্রকাশ করা না হলেও অন্ততপক্ষে একটি ভিডিও প্রকাশ্যে আনা হোক, যেটা থেকে পারিক্করের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানা যাবে !’

advertisement

আরও পড়ুন: এই তিন অস্ত্রেই ১৯-র নির্বাচনে মোদি সরকারকে ঘায়েল করবেন চিদম্বরম

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কংগ্রেসের এই মন্তব্যকে কিছুটি এড়িয়েই গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘পারিক্কর রাজ্যের মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন ৷ জীবনের এই সংকটজনক মুহূর্তে পারিক্করকে তাঁর পরিবারের সঙ্গে নিশ্চিন্তে থাকতে দেওয়া হোক ৷’

বাংলা খবর/ খবর/দেশ/
প্যাংক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত মনোহর পারিক্কর, জানালেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী