TRENDING:

Manipur | Curfew: অগ্নিগর্ভ মণিপুর! নামল সেনা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ৮ জেলায় জারি কার্ফু

Last Updated:

পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে নিজের রাজ্যের হয়ে সাহায্য চেয়ে ট্যুইট করেছেন অলিম্পিক মেডেল জয়ী বক্সার মেরি কম৷ তিনি লিখেছেন, ‘আমার রাজ্য জ্বলছে৷ দয়া করে সাহায্য করুন৷’ এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মণিপুর: অগ্নিগর্ভ মণিপুরের রাজধানী ইম্ফল৷ একাধিক বাড়ি, দোকান, গাড়িতে আগুন লাগিয়ে তাণ্ডব বিক্ষোভকারীদের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন সেনা৷ বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ জারি কার্ফু৷
advertisement

পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে নিজের রাজ্যের হয়ে সাহায্য চেয়ে ট্যুইট করেছেন অলিম্পিক মেডেল জয়ী বক্সার মেরি কম৷ তিনি লিখেছেন, ‘আমার রাজ্য জ্বলছে৷ দয়া করে সাহায্য করুন৷’ এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷

আরও পড়ুন: আজ বৃষ্টির পূর্বাভাস, কাল থেকেই ভোলবদল! পশ্চিমবঙ্গে কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা? কী বলছে হাওয়া অফিস?

advertisement

কিন্তু, ঠিক কী কারণে এই বিক্ষোভ? স্থানীয় সূত্রের খবর, মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি-র অন্তর্ভুক্ত করা নিয়েই তাঁদের আপত্তি৷ All Tribal Student Union Manipur (ATSUM)-এর দাবি, মেইতেই সম্প্রদায় এসটি স্টেটাস পাওয়ার উপযুক্ত হয়৷ সেই প্রতিবাদেই তাঁরা মণিপুরের চূড়াচন্দ্রপুর জেলার টোরবাঙ এলাকায় উপজাতিদের সমর্থনে একটি মিছিল বের করে৷ সেই মিছিল থেকেই ক্রমে বচসা, এবং বচসা থেকে হিংসা ছড়ায় বলে স্থানীয় সূত্রের খবর৷

advertisement

পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ৷ অন্যদিকে, বিক্ষোভকারীদের একাংশও চতুর্দিকে আগুন লাগিয়ে দিতে শুরু করে৷

আরও পড়ুন: ‘এই দিনটা দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?’ কান্নায় ভেঙে পড়লে কুস্তিগির ভিনেশ ফোগত

advertisement

বুধবার রাত থেকে পরিস্থিতি আরও জটিল হয়৷ বাধ্য হয়ে সেনা নামানোর সিদ্ধান্ত নেয় সে রাজ্যের সরকার৷ মণিপুরের ৮ জেলা জুড়ে জারি হয়েছে কার্ফু৷ ৫ দিনের জন্য বন্ধল করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সেনাশিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ৪ হাজার গ্রামবাসী৷ পরিস্থিতি শান্ত রাখতে শুরু হয়েছে ফ্ল্যাগমার্চ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Manipur | Curfew: অগ্নিগর্ভ মণিপুর! নামল সেনা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ৮ জেলায় জারি কার্ফু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল