TRENDING:

Man Murders Relative Son: জমি নিয়ে চরম বিবাদ, তরোয়াল দিয়ে এক কোপে যুবকের মাথা কাটল ব্যক্তি!

Last Updated:

Man Murders Relative Son: বুধবার সকালে জেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে কবিরউদ্দিনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন অনুরাগ। তরোয়াল দিয়ে কিশোরের গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জৌনপুর: উত্তরপ্রদেশের জৌনপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন। তরোয়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে এক যুবককে!
জমি নিয়ে চরম বিবাদ, তরোয়াল দিয়ে এক কোপে যুবকের মাথা কেটে ফলল ব্যক্তি!
জমি নিয়ে চরম বিবাদ, তরোয়াল দিয়ে এক কোপে যুবকের মাথা কেটে ফলল ব্যক্তি!
advertisement

জানা গিয়েছে, এই জমি বিবাদ চল্লিশ বছরের পুরনো। যা চরম আকার নিতেই খুন হতে হল এক যুবককে। হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা রাস্তায় লাশ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে জেলার এসপি ও ডিএম ঘটনাস্থলে পৌঁছে ঘটনা খতিয়ে দেখেন। খুনের পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ডিএম তদন্তের দায়িত্ব এডিএম-এর কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ দুইজনকে আটক করেছে।

advertisement

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা ফোনে ব্যস্ত স্ত্রী, পাথর দিয়ে তাকে থেঁতলে খুন করল স্বামী!

নিহতের নাম অনুরাদ ওরফে ছোটু, বয়স মাত্র ১৭ বছর। অনুরাগ একজন তায়কোয়ান্দো খেলোয়াড় ছিলেন। মৃত অনুরাগ বাবা-মায়ের একমাত্র ছেলে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সকালে জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত কবিরউদ্দিনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন অনুরাগ। তরোয়াল দিয়ে কিশোরের গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

advertisement

আরও পড়ুন: নতুন প্যাকেটে পচা মিষ্টি! সোন পাপড়ি, দুধের কেক কেনার আগে সাবধান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আন্তর্জাতিক তায়কোয়ান্দো খেলোয়াড় অনুরাগ যাদব ওরফে ছোটু (১৭), রামজিত যাদবের ছেলে। তাদের প্রতিবেশী রমেশ তাকে তরোয়াল দিয়ে  খুন করেছে। গত ৪০ বছর ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার রমেশের সঙ্গে ছোটু যাদবের কথা কাটাকাটি হয়। গ্রামের প্রধান বীরেন্দ্র জানান, সকালে ছোটু যাদবের দাঁত মাজতে উঠেছিল, তখনই অভিযুক্ত রমেশ তাকে তাড়া করে তলোয়ার দিয়ে তার গলা কেটে দেয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Man Murders Relative Son: জমি নিয়ে চরম বিবাদ, তরোয়াল দিয়ে এক কোপে যুবকের মাথা কাটল ব্যক্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল