TRENDING:

বার্থ ডে পার্টিতে খেলনা ভেবে আসল রিভলভার দিয়ে নিজেকেই গুলি করে মারলেন যুবক!

Last Updated:

রিভলভারের মালিক ভরত শেরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#থানে: বুঝতে পারেননি রিভলভারটি আসল । খেলার ছলেই সেই রিভলভারটি নিরীক্ষণ করছিলেন তিনি । হঠাৎই চাপ দিয়ে বসেন তাতে । গুলি ভরা সেই রিভলভার থেকে গুলি এসে লাগে তাঁর শরীরে । তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন । ঘটনাস্থলেই সব শেষ ।
advertisement

ঘটনাটি ঘটেছে থানের সাহাপুর শহরের আটগাঁও এলাকার একটি হাউজিং কমপ্লক্সে । গত বুধবার ওই কমপ্লেক্সে একটি বার্থ ডে পার্টি চলছিল সে সময় । ২৮ বছরের ওই যুবক সে সময় রিভলভারটি হাতের কাছে পেয়ে সেটি হাতে নিয়ে দেখতে যান । তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে । গুলির আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন । ওই যুবকের দেহ ততক্ষণে রক্তে ভেসে যাচ্ছে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাহাপুর থানায় । পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রিভলভারের মালিক ভরত শেরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ।

বাংলা খবর/ খবর/দেশ/
বার্থ ডে পার্টিতে খেলনা ভেবে আসল রিভলভার দিয়ে নিজেকেই গুলি করে মারলেন যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল