আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে ফিরছিলেন মৃত ব্যক্তি, বাম্পারের ঝাঁকুনি ফিরিয়ে দিল জীবন! গল্প নয়, সত্যি…
পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর রাতে কাশিমিরা থানার অন্তর্গত এই আবাসন কমপ্লেক্সে উচ্চস্বরে ডিজে সঙ্গীত বাজানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। এরপর পরিস্থিতি চরমে পৌঁছে এবং রাজা পারিয়ার ও বিপুল রাইকে নির্মমভাবে মারধর করা হয়।
advertisement
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুইজনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় রাজা পারিয়ার মারা যান। অন্যদিকে বিপুল রাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১
কাশিমিরা থানার এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নতুন বছরের আনন্দময় উদযাপন এমন একটি সহিংস ঘটনায় পরিণত হওয়ায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।